Viral Video

হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি আর রাশি রাশি নোটের বৃষ্টি! শেষকৃত্যে অন্তিম ইচ্ছাপূরণ পরিবারের, ভাইরাল ভিডিয়ো

পথচারীরা নিজেদের সাধ্যমতো রাস্তা থেকে নোট কুড়িয়ে নিচ্ছেন। কেউ আবার হাওয়ায় লাফ দিয়ে নোট লুফে নিচ্ছেন। এমন ভাবেই প্রৌঢ়ের অন্তিম ইচ্ছা পূরণ করা হল তাঁর শেষকৃত্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৮:২৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আকাশ থেকে ঝরে পড়ছে গোলাপের পাপড়ি। তার সঙ্গে পড়ছে ভূরি ভূরি কাগজের টুকরোও। তা যে-সে কাগজ নয়। হাজার হাজার ডলারের নোটের বৃষ্টি হচ্ছে। পথচারীরা নিজেদের সাধ্যমতো রাস্তা থেকে নোট কুড়িয়ে নিচ্ছেন। কেউ আবার হাওয়ায় লাফ দিয়ে নোট লুফে নিচ্ছেন। সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটল আমেরিকায়। এক প্রৌঢ়ের অন্তিম ইচ্ছা পূরণ করা হল তাঁর শেষকৃত্যে। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘কলিন রাগ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ির পাশাপাশি একগাদা নোট নীচে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঘটনাটি স্থানীয় সময়ানুযায়ী ২৭ জুন দুপুর ১টার সময় ডেট্রয়টের পূর্ব প্রান্তে গ্রাটিয়ট অ্যাভেনিউয়ের কনের স্ট্রিটের কাছে ঘটেছে। ডেট্রয়েটের বাসিন্দা ছিলেন থমাস।

গাড়ি পরিষ্কার করার কারখানা ছিল তাঁর। ৫৮ বছর বয়সে অ্যালঝাইমার্স রোগে মারা যান তিনি। ২৭ জুন তাঁর শেষকৃত্যের সময় থমাসের দুই পুত্র ডারেল এবং জন্টে একটি হেলিকপ্টার ভাড়া করেন। সেই কপ্টার থেকে হাজার হাজার ডলার নোটের বৃষ্টি হচ্ছিল। দুই পুত্রের দাবি, থমাসের অন্তিম ইচ্ছা পূরণ করতে এই আয়োজন করেছেন তাঁরা। জানা গিয়েছে, থমাসের শেষকৃত্য উপলক্ষে হেলিকপ্টার থেকে ৫ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৪ লক্ষ ২৭ হাজার ৩৫ টাকা) উড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement