ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সন্ধ্যা থেকে একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। সঙ্গ দিয়েছে ঝোড়ো হাওয়া। প্ল্যাটফর্ম থেকে লোকজন সরে গিয়ে মাথার উপর ছাদ খুঁজে দাঁড়িয়ে পড়েছেন। ঠিক সেই সময়েই ঘটল বিপদ। ঝড়ের দাপটে প্ল্যাটফর্মের দোকানের পাশে রাখা ফ্রিজ গড়িয়ে পড়ল একেবারে রেললাইনের উপর। পিছনে ছুটেও লাভ হল না দোকানদারের। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নিউজ় আর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রেলস্টেশনে লোকজন প্রায় নেই বললেই চলে। প্রবল ঝড়বৃষ্টি। প্ল্যাটফর্মের উপর একটি দোকান খোলা রয়েছে। দোকানটির পাশেই রাখা একটি ফ্রিজ।
তার ভিতর রয়েছে বিভিন্ন ধরনের খাবারদাবার, ঠান্ডা পানীয়। ঝোড়ো হাওয়ায় সেই ফ্রিজটি গড়াতে গড়াতে সোজা গিয়ে পড়ল রেললাইনে। দোকানদার ফ্রিজটির পিছু পিছু ছুটলেও তা নিয়ন্ত্রণে আনতে পারলেন না। রেললাইনে পড়ে গিয়ে ফ্রিজটি ভেঙে চুরমার হয়ে গেল। ঘটনাটি মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের জবলপুর স্টেশনে ঘটেছে।
ভিডিয়োয় এক প্রত্যক্ষদর্শীর হাসি শোনা যায়। তা নিয়েই কটাক্ষ ধেয়ে এসেছে অধিকাংশ নেটাগরিকদের। এক জন লিখেছেন, ‘‘দোকানদারের কত ক্ষতি হয়ে গেল তা ভেবে দেখেছেন! এটি কি হাসির বিষয়? তা ছাড়াও কোনও ট্রেন এলে তো ভয়ঙ্কর বিপদ হতে পারত।’’ জানা গিয়েছে, সেই সময় ওই লাইন দিয়ে কোনও ট্রেন আসছিল না। রেল কর্তৃপক্ষকে খবর দেওয়ায় দ্রুততার সঙ্গে ফ্রিজটি লাইন থেকে সরিয়ে দেওয়া হয়েছে।