ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বদ্রিনাথ মন্দিরে ঘুরতে গিয়েছেন। ছবি না তুললে হয়! তাই মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে পোজ় দিয়ে ছবি তুলতে চেয়েছিলেন এক পুণ্যার্থী। কিন্তু সেই ইচ্ছা কি আর এক জনের! ছবি তুলবেন বলে দলে দলে পুণ্যার্থী সেই জায়গায় ভিড় করতে শুরু করেন। তাই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি। তা ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বদ্রিনাথের মন্দিরের সামনে দাঁড়িয়ে পুণ্যার্থীদের অনেকে অশান্তি করছেন। কয়েক জন একে অপরকে ধাক্কা মারছেন। আবার সেই হাতাহাতি থামানোর চেষ্টাও করছেন ঘটনাস্থলে উপস্থিত অনেকে। আসলে, মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে চেয়েছিলেন এক পুণ্যার্থী।
সেখানে ছবি তোলার জন্য কম সময়ের মধ্যেই ভিড় জমে যায়। ছবি তোলা নিয়েই শুরু হয় অশান্তি। কিছু ক্ষণ পর তা থেমেও যায়। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সুষ্ঠু ভাবে ছবি তুলে সেখান থেকে সরে গেলেই তো হয়ে যায়। অধিকাংশ পর্যটনকেন্দ্রে গিয়ে ছবি তোলাই আসল উদ্দেশ্য হয়ে গিয়েছে। সেই জায়গার স্বাদ আর কেউ নিতে চান না।’’