Viral Video

‘বনের রানি’র শিকারে ভাগ বসানোর দুঃসাহস! লাফ দিয়ে শকুনের উপর ঝাঁপিয়ে পড়ল সিংহী, ভাইরাল ভিডিয়ো

জঙ্গলে একটি প্রাণীর মৃতদেহ পড়েছিল। সেই দেহ থেকেই মাংস টেনে টেনে খাচ্ছিল শকুনটি। দূর থেকে তা দেখতে পেয়ে যায় একটি সিংহ। শকুনের দিকে তেড়ে যায় সিংহটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ০৭:৫৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শিকার করে তা জঙ্গলে ফেলে রেখে অন্য দিকে টহল দিতে গিয়েছিল ‘বনের রানি’। সেই ফাঁকেই সিংহীর শিকারে ভাগ বসাতে সেখানে হাজির হয় একটি শকুন। দূর থেকে তা দেখতে পায় সিংহীটি। সঙ্গে সঙ্গে শকুনের দিকে তেড়ে আসে সে। সিংহীর খাবারে ভাগ বসায়। এত দুঃসাহস! রাগে শকুনের উপর লাফিয়ে পড়ে সিংহীটি। ওড়ার চেষ্টা করেও ব্যর্থ হয় সে। সিংহীর হাতে প্রাণ যায় তার। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নোম্যাডতানজ়ানিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলে একটি প্রাণীর মৃতদেহ পড়েছিল। সেই দেহ থেকেই মাংস টেনে টেনে খাচ্ছিল শকুনটি। দূর থেকে তা দেখতে পেয়ে যায় একটি সিংহ। শকুনের দিকে তেড়ে যায় সিংহটি। বিপদ বুঝে উড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় শকুনটি।

লাফ দিয়ে শকুনের গায়ে কামড় বসিয়ে দেয় সিংহীটি। কিছু ক্ষণ ছটফট করার পর মাটিতে নেতিয়ে পড়ে যায় শকুনটি। সে মারা গিয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য থাবা দিয়ে শকুনটিকে ঠেলা দেয় সিংহী। কোনও নড়াচড়া নেই দেখে সিংহী নিশ্চিত হয় যে, তার উদ্দেশ্য বিফলে যায়নি। সিংহীর শিকারে ভাগ বসানোর জন্য উপযুক্ত শাস্তি সে দিয়েছে শকুনটিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement