Viral Video

চলন্ত ট্রেন থেকে রেললাইনে ময়লাভর্তি ব্যাগ ফেললেন কর্মী! ভিডিয়ো ভাইরাল হতেই কড়া ব্যবস্থা নিল রেল

ময়লাভর্তি ব্যাগটি ডাস্টবিন থেকে তুলে আর আলাদা ভাবে সরিয়ে রাখলেন না তরুণ কর্মী। বরং চলন্ত ট্রেন থেকে সেই ব্যাগটি বাইরে ছুড়ে ফেলে দিলেন। তার পর ডাস্টবিনের মধ্যে নতুন একটি ব্যাগ বিছিয়ে দিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৬:৪৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ট্রেনের কামরার ডাস্টবিন পরিষ্কার করছিলেন এক কর্মী। সেই ডাস্টবিন থেকে ময়লাভর্তি ব্যাগ তুলে আলাদা করে সরিয়ে রাখলেন না তিনি। বরং চলন্ত ট্রেন থেকে ব্যাগটি ছুড়ে ফেলে দিলেন। দরজার ধারে বসে থাকা এক যাত্রী এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ইন্ডিয়ান টেক অ্যান্ড ইনফ্রা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ট্রেনের এক কামরায় দরজার সামনে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে রয়েছেন রেলের এক চুক্তিভিত্তিক কর্মী। ডাস্টবিন থেকে ময়লাভর্তি ব্যাগ তুলে সেখানে নতুন ব্যাগ বিছিয়ে রাখছেন তিনি। কিন্তু ময়লাভর্তি ব্যাগটি আর আলাদা ভাবে সরিয়ে রাখলেন না। বরং চলন্ত ট্রেন থেকে ব্যাগটি বাইরে ছুড়ে ফেলে দিলেন তিনি।

তার পর ডাস্টবিনের মধ্যে নতুন একটি ব্যাগ বিছিয়ে দিলেন। রেলের অন্য এক কর্মী পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে গল্পও জুড়ে দিলেন সেই তরুণ। দরজার ধারের একটি আসনে বসে পুরো ঘটনাটি লক্ষ করছিলেন এক যাত্রী। পুরো ঘটনাটিই ক্যামেরাবন্দি করেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনাটি মঙ্গলবার শিয়ালদহ-অজমের সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে ঘটেছে। সেই যাত্রীর নাম অভিষেক সিংহ। নিজের ইনস্টাগ্রামের পাতায় ভিডিয়োটি পোস্ট করে অভিষেক জানান যে, তিনি কানপুর থেকে সেই ট্রেনে উঠেছিলেন। তাঁর গন্তব্য ছিল জয়পুর। ট্রেনে উঠে এক কর্মীকে চলন্ত ট্রেন থেকে ময়লাভর্তি ব্যাগ ছুড়ে ফেলতে দেখেন অভিষেক। তা দেখে সেই কর্মীকে এ কাজ করতে বারণও করেন তিনি।

অভিষেকের অভিযোগ, সেই কর্মী তাঁর কথায় কর্ণপাত করেননি। অভিষেক যখন কর্মীকে এই কাজের বিপজ্জনক দিক সম্পর্কে অবগত করছিলেন, তখন নাকি তর্ক জুড়ে দেন সেই কর্মী। অভিষেকের কথা শুনে ওই কর্মী বলেন, ‘‘রেললাইনে না ফেলে কি এগুলো আমার বাড়ি নিয়ে যাব?’’ এই কথা বলে আবার একই কাজের পুনরাবৃত্তি করেন সেই কর্মী। সমাজমাধ্যমে ভিডিয়োটি পোস্ট করে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক। ভিডিয়োটি দেখে পদক্ষেপ করে রেল।

তাঁদের তরফে জানানো হয় যে, সেই চুক্তিভিত্তিক কর্মীকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। এমনকি, যে সংস্থার সঙ্গে রেল কর্তৃপক্ষের চুক্তি করা হয়েছিল, তাদের জরিমানা করা হয়েছে। কী ভাবে আবর্জনাভর্তি ব্যাগ ট্রেন থেকে সরাতে হবে তা নিয়ে চুক্তিভিত্তিক কর্মীদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়ার চিন্তাভাবনাও করা হচ্ছে বলে জানিয়েছে রেল।

ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে সমালোচনার ঝড় ওঠে। এক জন নেটাগরিক সেই চুক্তিভিত্তিক কর্মীকে কটাক্ষ করে লিখেছেন, ‘‘আপনি যে রেললাইনে ময়লার ব্যাগটি ছুড়ে ফেললেন, তার ফলে আপনার কাজ হয়তো সারা হল। কিন্তু সেই নোংরা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এক জায়গা পরিষ্কার করতে গিয়ে অন্য জায়গা নোংরা করছেন আপনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement