ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
স্বপ্ন পূরণ করেছেন তরুণী। পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। নিজের স্বপ্ন বাস্তবে পরিণত করে ফেলেছেন দেখে নাতনিকে আশীর্বাদ করলেন তাঁর দাদু-দিদা। সঙ্গে উপস্থিত ছিলেন তরুণীর বাবা-মাও। তরুণী যে বিমান ওড়াচ্ছিলেন, সেই বিমানের টিকিট কেটে উঠে পড়লেন সকলে। বিমানে ওঠার সময় তরুণীকে মন ভরে আশীর্বাদও করলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘পাইলটতনিষ্কা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী পাইলট তাঁর ককপিটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। একে একে বিমানের ভিতর প্রবেশ করছেন তাঁর বাবা-মা, দাদু-দিদা। তরুণী যে বিমানটি চালাবেন, সেই বিমানের টিকিট কেটেছেন সকলে।
তরুণীকে মন ভরে আশীর্বাদও করলেন তাঁরা। ভিডিয়োটি পোস্ট করে তরুণী লেখেন, ‘‘আমার জীবন যেন এক বৃত্ত সম্পূর্ণ করল। এত দিন ধরে আমার স্বপ্ন পূরণের জন্য তাঁরা সকলে আত্মত্যাগ করেছেন। আমায় সব সময় আশীর্বাদ করেছেন। এখন আমায় নিয়ে তাঁদের চোখে গর্ব দেখি। আমার চোখ জলে ভরে আসে। জীবন সম্পূর্ণ হল আমার।’’ ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘তরুণী পাইলট যে তাঁর পরিবারের সদস্যদের যাত্রী হিসাবে পেয়েছেন তা তাঁর পরম সৌভাগ্য।’’