ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পেখম মেলে ঘুরে বেড়াচ্ছে একটি ময়ূর। সামনে দাঁড়িয়ে তার নাচ দেখছিল একটি বিড়ালছানা। কিন্তু ময়ূরের পেখমের দিকে নজর ছিল তার। ময়ূরের সামনে ঘোরাঘুরি করছিল সে। সুযোগ পেতেই ময়ূরের পেখমে থাবা বসিয়ে দিল বিড়ালছানা। তার পর পেখম টেনে কামড় বসানোরও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ক্যাটইসিমো০৭০৭১৯’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ময়ূরের পেখম নিয়ে টানাটানি করছে এক বিড়ালছানা। কামড়ে ধরে ময়ূরের গা থেকে পেখম ছাড়ানোর চেষ্টা করছে সে। বিড়ালছানার কাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে ময়ূরটি।
পিছনে ঘুরে বিড়ালছানাটিকে সরানোর চেষ্টা করেও সফল হল না সে। ময়ূরের পেখম নিয়েই ব্যতিব্যস্ত হয়ে রইল বিড়ালছানাটি। ঘটনাটি কবে, কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ময়ূরটিকে জ্বালিয়ে মারল বিড়ালছানাটি।’’