ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের মাঝখান দিয়ে তিরতির করে বয়ে চলেছে নদী। ‘বনের রাজা’কে নদীর ও পারের জঙ্গল হাতছানি দিয়ে ডাকছে। কিন্তু ও পারে যেতে গেলে যে সিংহকে নদী পার করতে হবে। তাই বিশেষ ইচ্ছা না থাকলেও খুব সন্তর্পণে উঁচু পাথরে পা ফেলে ফেলে নদী পার করল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়াইল্ডফ্রিলায়ন্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সিংহ মাঝনদীতে উঁচু পাথরের উপর দাঁড়িয়ে রয়েছে। তার ক্ষীণ দৃষ্টি রয়েছে জঙ্গলের ও প্রান্তে। কিন্তু ভরা নদীর জলে পা ফেলবে না সে। তাই নদীর যেখানে বড় আকারের পাথর রয়েছে, সেই জায়গাগুলিতে পা ফেলে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সিংহটি।
এ ভাবেই গুটি গুটি পায়ে নদীর ও পারে পৌঁছে যায় সে। ঘটনাটি সাউথ আফ্রিকার বটলিয়েরস্কোপ গেম রিজ়ার্ভে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সিংহটি মনে হয় জঙ্গলের ও পারে শিকারকে দেখতে পেয়েছে। তাই নদী পার করলেও তার নজর অন্য দিকে রয়েছে।’’ আবার এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘এত সাবধানে শান্ত হয়ে নদী পার করছে। ‘বনের রাজা’ কি জলে ভয় পায়?’’