ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জলে নেমে মনের আনন্দে স্নান করছিল বাঘ। জলকেলি করতে গিয়ে বাঘের নজরেই পড়েনি যে কখন সিংহী এসে তার পিছনে দাঁড়িয়ে পড়েছে। ‘বনের রানি’কে দেখেই জল থেকে প্রায় লাফিয়ে উঠল বাঘটি। সিংহীকে আদরে ভরিয়ে দিল সে। সিংহীটিও মন ভরে আদর করল বাঘটিকে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘লায়ন.প্যাশন্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় বাঘ এবং সিংহীর আদরের দৃশ্য ধরা পড়েছে। আসলে জলে নেমে স্নান করছিল একটি বাঘ। সিংহী যে কখন চুপি চুপি পিছনে এসে দাঁড়িয়েছে তা খেয়াল করেনি বাঘটি। স্নান করতে করতে হঠাৎ ঘাড় ঘুরিয়ে বাঘটি দেখে যে, সিংহী তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। সিংহীকে দেখে সঙ্গে সঙ্গে জল থেকে উঠে আসতে শুরু করে বাঘটি।
দেরি না করে সিংহীটিও দৌড়ে চলে যায় বাঘের কাছে। কখনও একে অপরের কান কামড়ে, কখনও আবার গলা জড়িয়ে আদর করতে শুরু করে দুই প্রাণী। আদর খেতে খেতেই সামনের দিকে এগিয়ে যায় সিংহীটি। বাঘটি তখন সিংহীর লেজের কাছে নিজের মুখ ঘষতে শুরু করে।
ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে অবাক হয়ে গিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘এ যে ভিন্ন ধর্মের প্রেম। সিংহের সঙ্গিনীকে এ ভাবে আদর করতে দেখলে কিন্তু ‘বনের রাজা’ খেপে যাবে।’’