Viral Video

লাখ টাকার ছবি কিনলেন মাত্র ২৫০ টাকায়! নিজের বিয়ের খরচ তুলতে নিলাম করার সিদ্ধান্ত তরুণীর

বাড়ি যাওয়ার পথে পুরনো জিনিসপত্র বিক্রির একটি দোকান চোখে পড়ে তাঁর। গাড়ি থামিয়ে সেই দোকানে ঢোকেন দু’জনে। তাঁদের দেখে ব্যস্ত হয়ে পড়েন দোকানদার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৩:২২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আংটিবদল হয়ে গিয়েছে। পরের বছরেই বিয়ে। এখন বাগ্‌দত্তার সঙ্গেই অধিকাংশ সময় কাটাচ্ছেন তরুণী। সম্প্রতি বাগ্‌দত্তার সঙ্গে বাড়ি ফিরছিলেন তরুণী। যাওয়ার পথে পুরনো জিনিসপত্র বিক্রির একটি দোকান চোখে পড়ে তাঁর। রাস্তার ধারে এমন দোকান দেখে দাঁড়িয়ে পড়েন তাঁরা। দোকানের ভিতর ঢুকে হাতে যেন চাঁদ পেয়ে গেলেন তরুণী। ফ্রেমে বাঁধানো একটি ছবি খুবই পছন্দ হয়ে যায় তাঁর। মাত্র ২৫০ টাকা খরচ করে ছবিটি কিনে ফেলেন তিনি। কিন্তু গাড়িতে উঠে ফ্রেমটি নেড়েচেড়ে দেখতেই একটি সই চোখে পড়ে তরুণী। চিত্রকর ছবির নীচে তাঁর নাম সই করে দিয়েছেন সেখানে। কৌতূহলী মন নিয়ে সেই শিল্পীর নাম ইন্টারনেটে খুঁজলেন তরুণী। ফোনের পাতায় ওই শিল্পীর পরিচয় ভেসে আসতেই চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার জোগাড় তরুণীর। সমাজমাধ্যমে সেই ঘটনা ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন তিনি।

Advertisement

ওহায়োর ওকউড এলাকার বাসিন্দা মারিসা আলক্রন। আরন হেলি নামে এক তরুণের সঙ্গে আংটিবদল সেরে ফেলেছেন ২৭ বছর বয়সি মারিসা। সম্প্রতি আরনের সঙ্গে বাড়ি ফিরছিলেন মারিসা। যাওয়ার পথে পুরনো জিনিসপত্র বিক্রির একটি দোকান চোখে পড়ে তাঁর। গাড়ি থামিয়ে সেই দোকানে ঢোকেন দু’জনে। তাঁদের দেখে ব্যস্ত হয়ে পড়েন দোকানদার। কী কী পুরনো জিনিস তাঁর সংগ্রহে রয়েছে তা দেখাতে শুরু করেন তিনি। সংগ্রহ দেখতে গিয়ে ফ্রেমে বাঁধানো একটি ছবি পছন্দ হয়ে যায় তরুণীর। ২৫০ টাকা খরচ করে সেই ছবিটি কিনেও ফেলেন তিনি।

গাড়িতে ওঠার পর ফ্রেমটি খতিয়ে দেখতে গিয়ে একটি নাম চোখে পড়ে তরুণীর। সেটি চিত্রশিল্পীর স্বাক্ষর। তরুণী প্রথমে ভেবেছিলেন যে, ওই শিল্পী স্থানীয়। ফোন বার করে ইন্টারনেটে সেই শিল্পীর নাম দিয়ে খুঁজলেন তিনি। ফোনের স্ক্রিনে ফলাফল ভেসে উঠতেই চমকে গেলেন তরুণী। এ যে যেমন তেমন শিল্পীর আঁকা নয়। এই শিল্পী খুবই জনপ্রিয়। এমনকি, তাঁর আঁকা লক্ষ লক্ষ টাকায় বিক্রিও হয়। তাঁর আঁকাই মাত্র ২৫০ টাকা দিয়ে কিনে ফেলেছেন তরুণী! সঙ্গে সঙ্গে স্থানীয় এক আর্ট গ্যালারির মালিকের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

Advertisement

কথা বলে জানতে পারেন যে, শিল্পীর এক একটি আঁকা দেড় লক্ষ টাকা থেকে শুরু করে ৩১ লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয়। তা শুনে নিজের কেনা আঁকাটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন তরুণী। সেই আঁকা বিক্রি করে তিনি কমপক্ষে দু’লক্ষ টাকা পেতে পারেন তা-ও জানতে পারেন তরুণী। তরুণীর সিদ্ধান্ত, নিলামে বিক্রি করার পর তিনি যে পরিমাণ টাকা পাবেন তা নিজের বিয়েতে খরচ করবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement