Viral Video

সবার উপর আরাম সত্য! তোশকে শুয়ে শুয়ে বাইক চালাচ্ছেন তরুণ, ভিডিয়ো ভাইরাল হতেই হইচই

তোশকের উপর উপুড় হয়ে শুয়ে রয়েছেন তরুণ। মাথায় হেলমেট পরে বাইকের হ্যান্ডলে হাত রেখে চালাচ্ছেন তিনি। বাইকের পিছনে আবার দু’টি চাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১০:৪১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাথায় হেলমেট। বাইকও আবার তিন চাকার! তার উপর তোশক রেখে শুয়ে শুয়ে রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছেন এক তরুণ। বিনা পরিশ্রমে আরাম করতে করতে বাইক চালাচ্ছেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, তোশকের উপর শুয়ে শুয়ে বাইক চালাচ্ছেন এক তরুণ। এই ঘটনাটি মে মাসে তাইল্যান্ডের সিসাকেত প্রদেশে ঘটেছে। তোশকের উপর উপুড় হয়ে শুয়ে রয়েছেন তরুণ।

মাথায় হেলমেট পরে বাইকের হ্যান্ডলে হাত রেখে চালাচ্ছেন তিনি। বাইকের পিছনে আবার দু’টি চাকা। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে যাওয়ার পর নেটাগরিকদের অধিকাংশ তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

Advertisement

এক জন মজা করে লিখেছেন, ‘‘এ যে বাস্তবের সুপারম্যান!’’ আবার এক জন সন্দেহ প্রকাশ করে লিখেছেন, ‘‘তোশকের উপর শুয়ে থাকলে গিয়ার বদল করবেন কী ভাবে? খুবই বিপজ্জনক পরিস্থিতিতে বাইক চালাচ্ছেন তিনি।’’ তরুণের এই কাণ্ড দেখে পথচারীরাও অবাক হয়ে গিয়েছিলেন। রাস্তার ধার দিয়ে এক তরুণ বাইক ঠেলে নিয়ে যাচ্ছিলেন। তিনিও তোশকের উপর শুয়ে থাকা তরুণের দিকে হাঁ করে তাকিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement