Viral Video

ইশারা করে চালককে গাড়ির কাচ নামানোর ‘নির্দেশ’ হরিণের! মুখ বাড়িয়ে চলল দেদার ভূরিভোজও, ভাইরাল ভিডিয়ো

গাড়ি দাঁড়িয়ে পড়ায় জানলার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেল হরিণটি। তার পর উপরে-নীচে অনবরত মাথা নাড়াতে শুরু করে সে। হরিণের হাবভাব দেখে চালক বুঝতে পারেন যে, ইশারা করে গাড়ির কাচ নামানোর ‘নির্দেশ’ দিচ্ছে হরিণটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১৮:০৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গাড়ি চালাতে চালাতে হঠাৎ থেমে পড়লেন চালক। রাস্তার ধারে দাঁড়িয়ে ‘সাহায্য চাইছে’ এক হরিণ। বার বার মাথা উপরে-নীচে নাড়াচ্ছে সে। হরিণের এই কাণ্ড দেখে সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে ফেললেন চালক। তার পর বোঝা গেল হরিণের আসল উদ্দেশ্য। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ফাজ়িসাফারি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হরিণ রাস্তায় দাঁড়িয়ে মাথা নাড়িয়ে যাচ্ছে। সেই সময় রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক চালক। হরিণটিকে দেখে গাড়ি থামিয়ে দিলেন তিনি। গাড়ি দাঁড়িয়ে পড়ায় জানলার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেল হরিণটি। তার পর উপরে-নীচে অনবরত মাথা নাড়াতে শুরু করে সে।

হরিণের হাবভাব দেখে চালক বুঝতে পারেন যে, ইশারা করে গাড়ির কাচ নামানোর ‘নির্দেশ’ দিচ্ছে হরিণটি। কাচ নামাতেই গাড়ির ভিতর মাথা গলিয়ে দিল হরিণটি। তার পর গাড়ির ভিতর থেকে হাত বাড়িয়ে খেতেও দেওয়া হল হরিণটিকে। খাবারের প্যাকেটে মুখ ঢুকিয়ে দেদার ভূরিভোজ চলল হরিণের। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘হরিণটি আসলে খেতে চাইছিল। তাই বার বার মাথা নাড়িয়ে কাচ নামাতে বলছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement