Viral Video

গাড়ির উপর পা তুলে দাঁড়াল দাঁতাল, শুঁড়ে পেঁচিয়ে ছুড়ে ফেলল চুরমার হওয়া বনেট! ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

এক বিশাল দাঁতাল জঙ্গলের ধারের রাস্তায় নেমে পড়ে একটি গাড়ির বনেটের উপর চেপে পড়েছে। পা তুলে সেই গাড়ির উপর বসে পড়েছে হাতিটি। ভয় পেয়ে গাড়ির দরজা খুলে পালিয়ে যান যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১৫:২৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলের ভিতর ঘুরতে ঘুরতে হঠাৎ রাস্তায় এসে পড়ে এক বিশাল দাঁতাল। ব্যস্ত রাস্তা দিয়ে চলাফেরা করছিল গাড়ি। দাঁতালকে দেখে সব গাড়ি গেল থেমে। এত গাড়ি দেখে রেগে গেল সে। পা তুলে একটি গাড়ির বনেটের উপর বসে পড়ল হাতিটি। শুধু তা-ই নয়, বনেটের উপর দাঁড়িয়ে ভাঙচুরও চালাল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভয় ধরানো ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্য_ওয়াইল্ড_সেভিয়র’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বিশাল দাঁতাল জঙ্গলের ধারের রাস্তায় নেমে পড়ে একটি গাড়ির বনেটের উপর চেপে পড়েছে। পা তুলে সেই গাড়ির উপর বসে পড়েছে হাতিটি। ভয় পেয়ে গাড়ির দরজা খুলে পালিয়ে যান যাত্রীরা। পরের দৃশ্যে দেখা যায়, একটি দাঁতাল গাড়ির চাকায় বার বার পা দিয়ে চাপ দিচ্ছে। শুঁড় দিয়ে গাড়িটি দুলিয়ে তার পর বনেটের উপর পা তুলে দাঁড়িয়ে পড়ে সে।

গাড়ির নম্বরপ্লেট শুঁড় দিয়ে ভেঙে দিয়ে তার পর বনেট ভাঙচুর করতে শুরু করে হাতিটি। সুযোগ পেয়ে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে পালিয়ে যান চালক। ভাঙা বনেটটি নিয়ে খেলা করতে করতে তা শুঁড়ে পেঁচিয়ে জঙ্গলের দিকে ছুড়ে দেয় ওই দাঁতাল। তবে এই ঘটনা সাম্প্রতিক কালে ঘটেনি।

Advertisement

ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, ২০১৫ সালে তাইল্যান্ডের খাও ইয়াই জাতীয় উদ্যানে অনতিদূরে ঘটেছিল। প্রজননের ঋতু (মেটিং সিজ়ন) চলাকালীন হরমোনের কারণে দাঁতালটি উত্তেজিত হয়ে পড়েছিল। তাই গাড়ি ভাঙচুর করতে উদ্যত হয়ে পড়েছিল সে। তবে এর ফলে ঘটনাস্থলে উপস্থিত কেউ আহত হননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement