ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার চলছিল। চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে সঞ্চালনা করতে ব্যস্ত ছিলেন তরুণী। সামনের দিকে একটু সরে বসতেই চেয়ারটি পিছলে যায়। পিছনে উল্টে পড়ে যায় চেয়ারটি। তরুণী তখনও সঞ্চালনা চালিয়ে যাচ্ছেন। বেকায়দায় পড়েও নিজেকে সামলে নিলেন তিনি। এমন ভাবে শূন্যে পা ভাঁজ করে তিনি বসে রইলেন যে, টেবিলের ও পার থেকে বোঝার কারও সাধ্য নেই। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মোমোজ়.ইএসএ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী পা ভাঁজ করে বসে থাকার ভঙ্গিমা করছেন। সেই অবস্থায় টেলিভিশনের পর্দায় সরাসরি অনুষ্ঠানের সম্প্রচার করছেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালনার সময় তরুণী যে চেয়ারে বসেছিলেন, তা কোনও ভাবে পিছনে উল্টে পড়ে যায়। বেসামাল পরিস্থিতিতেও নিজেকে সামলে নেন তরুণী। এমন ভাবে পা ভাঁজ করে দাঁড়িয়ে রয়েছেন যে, তাঁকে দেখে মনেই হচ্ছে না তিনি চেয়ারে বসে নেই। সে ভাবেই অনুষ্ঠানটির সঞ্চালনা চালিয়ে গেলেন তরুণী।
ভিডিয়োটি দেখার পর তরুণীর প্রত্যুৎপন্নমতিত্বের প্রশংসা করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘এমন পরিস্থিতিতে তরুণী যে ভাবে নিজেকে সামাল দিলেন তা সত্যিই প্রশংসাযোগ্য। টিভির ও পারের দর্শক বুঝতেও পারবেন না যে, সঞ্চালিকা কোনও চেয়ারে বসে নেই।’’