ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বরফের উপর চিত হয়ে শুয়ে পড়েছে বাঘমামা। তার পেটের উপর প্রায় বসে পড়েছেন এক তরুণ। পেট উঁচু করে শুয়ে রয়েছে বাঘটি। তার পেটে হাত বুলিয়ে ক্রমাগত আদর করে চলেছেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাঘের পেটে হাত বুলিয়ে আদর করে চলেছেন এক তরুণ। বাঘটিও মনের সুখে সেই আদর উপভোগ করছে। তার পাগুলি পেটের কাছে প্রায় গুটিয়ে ফেলেছে বাঘটি। তরুণের থামার নাম নেই। আদর করেই চলেছেন তিনি।
সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে নেটাগরিকদের একাংশের দাবি, এটি তিন বছরের পুরনো ভিডিয়ো। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা না গেলেও পুরনো ভিডিয়োটি আবার নতুন করে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘আদর খেয়ে দাঁতকপাটি লেগে গিয়েছে বাঘটির। মন ভরে আদর খাচ্ছে সে।’’ আবার এক জনের কথায়, ‘‘তরুণের সাহসের প্রশংসা করি। এত বড় বাঘকে সামনে থেকে দেখলে আমি জ্ঞান হারিয়ে ফেলতাম। আদর করা তো দূরের কথা।’’