Viral Video

‘এ স্বাদের ভাগ হবে না’! কলার কাঁদি মুখে পুরল হাতি, ভাগ বসাল তরুণের খাবারেও, মজার ভিডিয়ো ভাইরাল

তরুণের কাছ থেকে কলা খেতে চাইল একটি হাতি। কিন্তু তরুণ তার অনুরোধ ফিরিয়ে দেওয়ায় রাগে তরুণের সমস্ত খাবার শেষ করে দিল হাতিটি। তরুণের হাত থেকেও খাবারের শেষ ভাগটুকু মুখে পুরে ফেলল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৬:১১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাঝজঙ্গলে টেবিল-চেয়ার পেতে বসে রয়েছেন তরুণ। টেবিলের উপর এক কাঁদি কলা রাখা। সেখান থেকে একটি কলা ভেঙে খোসা ছাড়িয়ে খেতে শুরু করলেন তিনি। তা দেখে খাবারের লোভে ছুটতে ছুটতে সে দিকে এগিয়ে গেল একটি বিশাল হাতি। সেখানে গিয়ে তরুণের খাবারে ভাগ বসাল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মাইওয়াটারট্রি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, তরুণের কাছ থেকে কলা খেতে চাইল একটি হাতি। কিন্তু তরুণ তার অনুরোধ ফিরিয়ে দিল। রাগে তরুণের সমস্ত খাবার শেষ করে দিল হাতিটি। তরুণের হাত থেকেও খাবারের শেষ ভাগটুকু মুখে পুরে ফেলল সে। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। জঙ্গলের মাঝে বসে কলা খাচ্ছিলেন এক তরুণ। কলা খাওয়ার জন্য তরুণের পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল একটি হাতি।

খোসা ছাড়িয়ে কলা খাচ্ছিলেন সেই তরুণ। তরুণের হাত থেকে শুঁড়ে পেঁচিয়ে কলা খেতে চাইল হাতিটি। কিন্তু হাতির অনুরোধ ফিরিয়ে দিলেন তরুণ। মুখ ঘুরিয়ে কলা খেতে থাকলেন তিনি। তরুণের আচরণে গোঁসা হল হাতির। টেবিলের উপর রাখা কলার কাঁদি শুঁড়ে পেঁচিয়ে মুখে ভরে দিল সে। এমনকি, তরুণের হাত থেকে কলার অবশিষ্টাংশও খেয়ে ফেলল হাতিটি। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কলার স্বাদের ভাগ তরুণকে দিতে চাইছে না হাতি। তাই সব একেবারে খেয়ে ফেলেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement