ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তায় একটি বাস দাঁড়িয়েছিল। সেই বাসেই উঠতে চাইছিলেন এক তরুণ। কিন্তু সোজা পথে নয়। বাসে ওঠার জন্য ‘বাঁকা পথ’ই বেছে নিলেন তিনি। জানলার একটি পাল্লা সরিয়ে বাসের ভিতর শরীর গলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তরুণ। কিন্তু তাতেই বিপদ হল। জানলা ভেঙে রাস্তায় ধপাস করে পড়ে গেলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মিশকা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ জানলা দিয়ে বাসে ওঠার চেষ্টা করছেন। বাসটি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে দেখে জানলার একটি পাল্লা সরিয়ে দেন তিনি। তার পর লাফিয়ে দুই পা তুলে ভিতরে নিজের শরীর গলিয়ে দেওয়ার চেষ্টা করেন তরুণ। কিন্তু বাসে উঠতে গিয়ে আবার রাস্তাতেই পড়ে যান তিনি।
আসলে, বাসে ওঠার সময় জানলাটি ধরেছিলেন তরুণ। তাঁর ভার সহ্য করতে না পেরে জানলাটি ভেঙে পড়ে যায়। ভাঙা জানলাসমেত রাস্তায় ধপাস করে পড়ে যান তরুণ। পড়ে গিয়ে তরুণ আহত হয়েছেন কিনা তা দেখতে ভাঙা জানলা দিয়ে বাইরে তাকান এক যাত্রী। এই ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের কাছে কটাক্ষের শিকার হয়েছেন তরুণ। এক জন লিখেছেন, ‘‘দরজা দিয়ে উঠলেই তো হত। এত পাকামি করার কী দরকার? নিজেরই তো ক্ষতি হল।’’