Viral Video

রং ধবধবে সাদা, দেখতে ভয়ঙ্কর! জ্যান্ত আরশোলা ধরে খেয়ে নিল সেই পতঙ্গ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা জায়গায় ঘুরে বেড়াচ্ছে ধবধবে সাদা একটি ম্যান্টিস। তাকে দেখে আকর্ষিত হয় একটি আরশোলা। সন্তর্পণে এগিয়ে যায় তার দিকে। তবে সেটিই ছিল তার চরমতম ভুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ধবধবে সাদা একটি পতঙ্গ। আয়তনে খানিকটা গঙ্গাফড়িংয়ের মতো। নাম ম্যান্টিস। আর সেই পতঙ্গই জ্যান্ত ধরে খেয়ে ফেলল একটি আরশোলাকে! এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা জায়গায় ঘুরে বেড়াচ্ছে ধবধবে সাদা একটি ম্যান্টিস। তাকে দেখে আকর্ষিত হয় একটি আরশোলা। সন্তর্পণে এগিয়ে যায় তার দিকে। তবে সেটিই ছিল তার চরমতম ভুল। আরশোলাটি নাগালের মধ্যে আসতেই তাকে দু’পা দিয়ে ধরে ফেলে ম্যান্টিস। জ্যান্ত খেয়ে ফেলে আরশোলাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। চার লক্ষের বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ম্যান্টিস নিজের ফাস্টফুড পেয়ে গিয়েছে। আরশোলার খাদ্যগুণ অনেক।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ম্যান্টিস যে এত মারাত্মক তা আগে জানতাম না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement