ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বন্ধুবান্ধবের সঙ্গে সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন তরুণ। ব্যাগের ভিতর জামাকাপড় ভরে তা সৈকতে বালির উপর রেখেছিলেন তিনি। তার পর সমুদ্রস্নান উপভোগ করছিলেন তরুণ। কিন্তু তাঁর আনন্দে বাদ সাধল একটি বাঁদর। তরুণ যখন জলকেলি করতে ব্যস্ত, তখন ব্যাগটি খুলে সব জিনিসপত্র বার করে সমুদ্রসৈকতে ছুড়ে ফেলতে লাগল বাঁদরটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্যমেলানিনট্র্যাভেলসক্লাব_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাঁদর সমুদ্রসৈকতে ঢুকে পড়েছে। সেখানে গিয়ে একটি ব্যাগ খুলে তা থেকে সব জামাকাপড় বার করে বালির উপর ফেলতে শুরু করেছে সে।
বাঁদরের কাণ্ড দেখে সমুদ্রস্নান ছেড়ে সে দিকে ছুটে গেলেন এক জন তরুণ। তার পর সমুদ্রসৈকত থেকে নিজের ব্যাগটি তুলে ফেললেন তিনি। তরুণ আচমকা ব্যাগ ছিনিয়ে নেওয়ায় চমকে গিয়েছিল বাঁদরটি। কিন্তু সে চুপচাপ সমুদ্রসৈকতেই বসে থাকে। ভিডিয়োটি থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি তাইল্যান্ডের এক সমুদ্রসৈকতে ঘটেছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বাঁদরটি ব্যাগের ভিতর তল্লাশি চালাচ্ছিল। মনে হয় কিছু খুঁজে পায়নি। তাই ব্যাগ নিয়ে কাড়াকাড়ি করল না।’’