ছবি: এক্স থেকে নেওয়া।
ছোট্ট খরগোশকে পেঁচিয়ে ধরেছে বিশালাকার অজগর! ভয়ে কাঁদছে অসহায় প্রাণীটি। চিৎকার করছে জোরে জোরে। খরগোশটি যত চিৎকার করছে, ততই তাকে আরও জোরে চেপে ধরছে অজগর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গাছের ডাল থেকে ঝুলছে বিশাল অজগর। তার শরীরের প্যাঁচে জড়িয়ে রেখেছে একটি খরগোশকে। সাপের হাত থেকে বাঁচতে তারস্বরে চিৎকার করছে ছোট্ট প্রাণীটি। ভয়ে ছটফট করছে। এর পর মারণপ্যাঁচ আরও জোরালো করে অজগরটি। পুরো ঘটনাটি একটি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়ো গত ১৫ ফেব্রুয়ারি ‘ওয়াইল্ডলাইফ আনসেন্সরড’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। প্রায় সাড়ে চার লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘খরগোশটি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘খরগোশটিকে দেখে খারাপ লাগছে। কিন্তু প্রকৃতির খাদ্য-খাদক সম্পর্ককে তো সম্মান করতেই হবে।’’