Viral Video

সন্তান কোলে নিয়ে পার্লামেন্টে প্রথম ভাষণ সেনেটরের, ভিডিয়ো ভাইরাল হতে নেটপাড়ায় প্রশংসার ঝড়

সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তৃতা করছেন এক তরুণী। তাঁর সন্তান কোলে ছটফট করছে। পার্লামেন্টের এক সদস্য আবার সেই খুদেকে শান্ত রাখার জন্য হাসিমুখে নানা অঙ্গভঙ্গি করছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৪:০৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সদ্য সন্তানের জন্ম দিয়েছেন। অন্য দিকে, পার্লামেন্টে প্রথম ভাষণ দেওয়ার কথা। তাই সন্তানকে কোলে নিয়েই পার্লামেন্টে হাজির হয়ে গেলেন করিন মুলহোল্য়ান্ড। তিনি যখন সন্তানকে নিয়ে কোলে নিয়ে ভাষণ দিচ্ছেন, তখন সুর করে কথা বলার চেষ্টা করেছে তাঁর পুত্রও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতা এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এসবিএসনিউজ়_এইউ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তৃতা করছেন এক তরুণী। তাঁর সন্তান কোলে ছটফট করছে। পার্লামেন্টের এক সদস্য আবার সেই খুদেকে শান্ত রাখার জন্য হাসিমুখে নানা অঙ্গভঙ্গি করছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডের পার্লামেন্টে ঘটেছে।

চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে কুইন্সল্যান্ডের লেবার সেনেটর হিসেবে নির্বাচিত হন করিন মুলহোল্যান্ড। সেনেটে প্রথম বার ভাষণ দিচ্ছেন তিনি। সদ্য মা হয়েছেন কলিন। তাই রাতে সদ্যোজাতকে কাছছাড়া করতে চায়নি মায়ের মন। সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তৃতা করতে দেখা গিয়েছে তাঁকে। বক্তব্য শুরুর আগে কলিন তাঁর পুত্রসন্তান অগির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন।

Advertisement

তার পর তিনি জানান যে, অগির ঘুমের সময় এগিয়ে আসছে। শিশুপুত্রকে কোলে নিয়ে নিজের বক্তব্য পেশ করতে শুরু করেন তিনি। অন্য দিকে, অগির আধো আধো কণ্ঠস্বরও মাইকে শোনা যেতে থাকে। বাধ্য শিশুর মতো মায়ের কোলে বসেছিল সে। ভিডিয়োটি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘ এ থেকেই বোঝা যায়, মনের জোর এবং ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement