Viral Video

তিরুপতির রাস্তায় বাইক আরোহীর উপর ঝাঁপ চিতাবাঘের, অল্পের জন্য প্রাণ রক্ষা তরুণের, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

রাস্তার এক প্রান্ত থেকে বাইক আরোহীদের উপর ঝাঁপিয়ে পড়ল একটি মস্ত বড় চিতাবাঘ। কিন্তু ভাগ্য সহায় ছিল তরুণদের। বাইকটি দ্রুত গতিতে এগিয়ে যাওয়ায় লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় চিতাবাঘের। পিছনের গাড়ির আলো এসে পড়ে চিতাবাঘের উপর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৭:৫৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বন্ধুর সঙ্গে বাইকে চেপে যাচ্ছিলেন এক ব্যক্তি। তিরুপতির রাস্তা ধরে সন্ধ্যাবেলায় যাচ্ছিলেন তাঁরা। তাঁদের বাইকের পিছনে ছিল একটি মাত্র গাড়ি। শুনশান রাস্তায় বাইক ছোটাচ্ছিলেন তরুণ। হঠাৎ পাশের অন্ধকার ঝোপ থেকে বাইকের উপর লাফিয়ে পড়ল একটি চিতাবাঘ। শ্বাপদের গণনার সামান্য ভুলের জন্য প্রাণ বাঁচল তরুণের। পিছনের গাড়ির ড্যাশক্যামে সেই ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে। সম্প্রতি সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়ে পড়েছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের তিরুপতির কাছে জ়ু পার্ক রোডে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ‘এফ ফাহিদ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার এক প্রান্ত থেকে বাইক আরোহীদের উপর ঝাঁপিয়ে পড়ল একটি মস্ত বড় চিতাবাঘ। কিন্তু ভাগ্য সহায় ছিল তরুণদের।

বাইকটি দ্রুত গতিতে এগিয়ে যাওয়ায় লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় চিতাবাঘের। পিছনের গাড়ির আলো এসে পড়ে চিতাবাঘের উপর। ধাক্কা খেতে খেতে বেঁচে যায় সে-ও। সঙ্গে সঙ্গে রাস্তা থেকে লাফ দিয়ে আবার অন্ধকারে মিলিয়ে যায় চিতাবাঘটি। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অধিকাংশ লিখেছেন, ‘‘বাইক আরোহীরা ভাগ্যবান। অল্পের জন্য বেঁচে গিয়েছেন। না হলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement