Viral Video

জয়ের স্লোগান, রাস্তায় বাজি ফাটিয়ে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে উদ্‌যাপন রাজস্থানে, ভাইরাল ভিডিয়ো

‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে রাস্তায় নেমে পড়েছেন ভারতীয় নাগরিকেরা। কারও মুখে জয়ের স্লোগান, কেউ আবার বাজিতে আগুন ধরাতে ব্যস্ত। ভিড় জমে রয়েছে রাস্তায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১০:০৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় বাহিনী। পহেলগাঁওয়ে জঙ্গিহানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানে দেবে বলে ন‍য়াদিল্লির তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে সেই আঘাত হানা হয়েছে বলে ভারতীয় সেনার তরফ থেকে এক্স হ‍্যান্ডলে ঘোষণা করা হয়েছে। নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’। তার সাফল্যে রাস্তায় নেমে পড়েছেন ভারতীয় নাগরিকেরা। কারও মুখে জয়ের স্লোগান, কেউ আবার বাজিতে আগুন ধরাতে ব্যস্ত। ভিড় জমে রয়েছে রাস্তায়। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ঘোরাফেরা করছে।

Advertisement

এএনআই সূত্রে খবর, বুধবার সকালে রাজস্থানের স্থানীয়েরা ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য উদ্‌যাপন করতে রাস্তায় নেমে পড়েন। সমবেত কণ্ঠে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’, ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিচ্ছেন। দেশলাই দিয়ে পটকাবাজিতে আগুন ধরিয়ে দিতে দেখা গেল এক ব্যক্তিকে। আকাশে বাজির খেলাও চলল। সেই উদ্‌যাপনের ভিডিয়োই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত হেনেছে বলে কয়েকটি সমাজমাধ‍্যম পোস্টে দাবি করা হয়েছে।

মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে যে, পাকিস্তানে এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে বলে মন্ত্রক বিবৃতিতে দাবি করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, “আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement