Viral Video

মাথায় ঘোমটা দিয়ে শাকিরার গানে কোমর দুলিয়ে নাচ গৃহবধূর! ভিডিয়ো ভাইরাল হতেই প্রশংসার ঝড় নেটপাড়ায়

সেই মহিলা রাজস্থানের এক গৃহবধূ। নাচ করতে ভালবাসেন তিনি। তাই শাকিরার জনপ্রিয় গানে শাড়ি পরেই নাচ করার সিদ্ধান্ত নেন ওই মহিলা। শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটাও দিয়ে রেখেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৬:৩০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দু’দশক আগে শাকিরার কণ্ঠে মুক্তি পেয়েছিল ‘হিপ্‌স ডোন্ট লাই’। তার পর সেই গান সারা দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল। গানের পাশাপাশি শাকিরার শরীরী ভঙ্গিমাও নজর কেড়েছিল নৃত্যপ্রেমীদের। সেই গানের সঙ্গেই শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে নাচ করতে দেখা গেল এক গৃহবধূকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘কাঞ্চন_আগরাওয়াত’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিলা লাল শাড়ি পরে শাকিরার গাওয়া ‘হিপ্‌স ডোন্ট লাই’ গানটির সঙ্গে তাল মিলিয়ে নাচ করছেন। জানা গিয়েছে যে, সেই মহিলা রাজস্থানের এক গৃহবধূ। নাচ করতে ভালবাসেন তিনি। তাই শাকিরার জনপ্রিয় গানে শাড়ি পরেই নাচ করার সিদ্ধান্ত নেন ওই মহিলা।

শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটাও দিয়ে রেখেছিলেন তিনি। কোমর দুলিয়ে নাচ করতে করতে কখনও সেই ঘোমটা সরে গেলে আবার ভাল করে আঁচল টেনে মাথা ঢেকে ফেলছেন তিনি। কিন্তু তার ফলে মহিলার নাচের কোনও ছন্দপতন হচ্ছে না। গৃহবধূর নাচের এই ভিডিয়ো দেখে প্রশংসার ঝড় বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘শাড়ি পরে কী সুন্দর নাচ করলেন আপনি! আপনার প্রতিভার প্রশংসা করতে বাধ্য হলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement