Viral Video

উড়ন্ত বাদুড়কে শিকার করল ইঁদুর! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ, উদ্বেগে নেটাগরিকেরা

জানা গিয়েছে, ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেন একদল গবেষক। লুনেবার্গের একটি গুহার প্রবেশপথে নাইট ভিশন ক্যামেরা বসিয়ে পরীক্ষা করা হয়। বাদুড়ের গুহায় ইঁদুরদের প্রবেশ করানোর পর অনেকগুলি বাদুড় শিকার করে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৭:১৪
Share:

বাদুড় শিকার করছে ইঁদুর। ছবি: এক্স থেকে নেওয়া।

উড়ন্ত বাদুড়কে শিকার করল ধেড়ে ইঁদুর! তেমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালে। প্রাণীজগতের সবচেয়ে কুখ্যাত দু’টি রোগজীবাণুবাহক কাছাকাছি আসার কারণে সংক্রমণের সম্ভাব্য নতুন পথ এবং মহামারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশও। ইঁদুরের বাদুড় শিকারের ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

জানা গিয়েছে, ভিডিয়োটি উত্তর জার্মানির। নাইট ভিশন ফুটেজে দেখা গিয়েছে, একটি বদ্ধ ঘরে ঘুরে বেড়াচ্ছে বাদুড়ের দল। সেই সময় ওই ঘরের জানলায় একটি ইঁদুরকে বসে থাকতে দেখা যায়। উদ্দেশ্য, বাদুড় শিকার। কিন্তু কিছুতেই নাগাল পাচ্ছিল না সে। একটি বাদুড় অন্ধকারে উড়তে উড়তে তার কাছে চলে আসার পর একটুও সময় নষ্ট করেনি ইঁদুরটি। উড়ন্ত বাদুড়টিকে শিকার করে সে। তার পর প্রাণীটিকে মুখে ধরে সেখান থেকে চলে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি নিয়ে আলোচনারও জন্ম দিয়েছে। ইতিমধ্যেই ‘গ্লোবাল ইকোলজি অ্যান্ড কনজ়ারভেশন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় ভিডিয়োটি বর্ণনা করা হয়েছে। বার্লিনের জীববিজ্ঞানী এবং প্রতিবেদনের প্রধান লেখক ফ্লোরিয়ান গ্লোজা-রাউশ সংবাদমাধ্যমে বলেছেন, “একটি ইঁদুরের এই ধরনের আচরণ পূর্বে বৈজ্ঞানিক ভাবে নথিভুক্ত করা হয়নি।”

Advertisement

জানা গিয়েছে, ভিডিয়োটি ক্যামেরাবন্দি করে একদল গবেষক। লুনেবার্গের একটি গুহার প্রবেশপথে নাইট ভিশন ক্যামেরা বসিয়ে পরীক্ষা করা হয়। বাদুড়ের গুহায় ইঁদুরদের প্রবেশ করানোর পর অনেকগুলি বাদুড় শিকার করে তারা। পরে ৫০টিরও বেশি বাদুড়ের দেহাবশেষ খুঁজে পান বিজ্ঞানীরা।

করোনা থেকে শুরু করে ইবোলা— বিভিন্ন ধরনের মারাত্মক রোগের বাহক বাদুড়। অন্য দিকে, ইঁদুরও অনেক ভয়ানক রোগের বীজ বহন করতে পারে। থাকেও মানুষের কাছাকাছি। অ্যান্টার্কটিকা ছাড়া প্রতিটি মহাদেশে ইঁদুর পাওয়া যায়। আর সে কারণে দুই প্রাণীর সংস্পর্শে আসার ভিডিয়ো নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন নেটাগরিকেরা।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ সব পরীক্ষার খুব দরকার ছিল? কে জানে কপালে কী লেখা রয়েছে!’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ বার কি করোনার থেকেও মারাত্মক কোনও ভাইরাস আসবে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement