Viral Video

মস্ত বড় একশৃঙ্গকে কাবু করল উল্লুক! চটে গিয়ে উন্মুক্ত খাঁচার ভিতর ‘তোলপাড়’ শুরু করল গন্ডার, ভাইরাল ভিডিয়ো

নিজের এলাকায় ‘অনুপ্রবেশকারী’র উপস্থিতি সহ্য করতে পারল না গন্ডারটি। উল্লুকটিকে নাগালের মধ্যে পেতে লাফাতে শুরু করল সে। কিন্তু দুষ্টু উল্লুকটি বার বার গন্ডারটিকে বোকা বানাচ্ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:১১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

উন্মুক্ত খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল মস্ত বড় একটি গন্ডার। তাকে দেখতে খাঁচার বাইরে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। খাঁচার মধ্যে তখন প্রবেশ করল এক অনাহূত ‘অতিথি’। তাকে নাগালে না পেয়ে চটে গেল গন্ডারটি। তার পর খাঁচাময় দৌড়োতে শুরু করল সে। খাঁচার ভিতর ‘তাণ্ডব’ শুরু করল গন্ডার। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘জ়ুরোক্ল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চিড়িয়াখানায় গন্ডারের খাঁচায় ঢুকে পড়েছে একটি উল্লুক। তারের মধ্যে ঝুলে ঝুলে কেরামতি দেখাতে ব্যস্ত উল্লুকটি। নিজের এলাকায় ‘অনুপ্রবেশকারী’র উপস্থিতি সহ্য করতে পারল না গন্ডারটি। উল্লুকটিকে নাগালের মধ্যে পেতে লাফাতে শুরু করল সে।

কিন্তু দুষ্টু উল্লুকটি বার বার গন্ডারটিকে বোকা বানাচ্ছিল। তাকে ধরা দিয়েও ইচ্ছা করে ধরা পড়ছিল না সে। উল্লুকের কাণ্ডকারখানা দেখে চটে গেল গন্ডার। খাঁচার ভিতর এ দিক-সে দিক দৌড়োতে শুরু করল সে। কখনও আবার খড়্গ উঁচিয়ে উল্লুকের প্রতি বিরক্ত প্রকাশ করছিল ওই গন্ডারটি।

Advertisement

রাগ সামলাতে না পেরে খাঁচার ভিতর পড়ে থাকা লম্বা গাছের গুঁড়িতে গুঁতো মারতে শুরু করল সে। চিড়িয়াখানার বাইরে দাঁড়িয়ে গন্ডারের কীর্তিকলাপ দেখে হেসে কুটিকুটি দর্শনার্থীরা। পোল্যান্ডের রোক্ল চিড়িয়াখানায় এই ঘটনাটি ঘটেছে। ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘উল্লুকটি ভারী বদমাশ তো! অত বড় গন্ডারকে একাই কাবু করে দিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement