ছবি: সংগৃহীত।
বিমানবন্দরে ঢোকার সময় শিশুর সঙ্গে ধাক্কা। ছোট্ট শিশুকে ভিড়ের মধ্যে একা ঘুরতে দেখে যারপরনাই ক্ষুব্ধ হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। সেখানে দাঁড়িয়েই ক্ষোভ উগরে দিলেন তিনি। মুম্বই বিমানবন্দরে বুধবারের সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা মুম্বই বিমানবন্দরে পৌঁছোতেই তাঁর কাছে একটি ছোট মেয়ে চলে আসে। ক্রিকেট তারকাকে কাছে পেয়ে উপস্থিত লোক জন ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু দেন। ধাক্কাধাক্কির হাত থেকে রক্ষা করার জন্য রোহিত শিশুটিকে নিজের কাছে টেনে নেন। পরে শিশুটির অভিভাবক পিছন থেকে এসে রোহিতের কাছ থেকে তাকে নিয়ে যান। প্রাক্তন অধিনায়ক শিশুকন্যার বাবা-মাকে অনুরোধ করেন, তাঁরা যেন বিমানবন্দরের মতো ব্যস্ত জায়গায় বাচ্চাকে এ ভাবে একা ছেড়ে না দেন। সেই ভিডিয়োটিই প্রকাশ্যে এসেছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এক দিনের আন্তর্জাতিক সিরিজ়ের জন্য বডোদরার উদ্দেশে রওনা হচ্ছিলেন রোহিত। টার্মিনালের ঠিক বাইরে এই ঘটনাটি ঘটে। রোহিত তখন গাড়ি থেকে নেমে বিমানবন্দরের দিকে হেঁটে যাচ্ছিলেন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে নিজস্বী এবং অটোগ্রাফের জন্য ভক্তের দল তাঁর চারপাশে জড়ো হয়ে যায়। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটির সঙ্গে ধাক্কা খান ভারতীয় ক্রিকেটার। শিশুটির নিরাপত্তা নিয়ে স্পষ্টতই উদ্বিগ্ন দেখাচ্ছিল তাঁকে। তিনি থেমে যান এবং মেয়েটির হাত ধরে তাঁর বাবা-মাকে খুঁজতে থাকেন। তাঁকে বলতে শোনা যায়, ‘‘ছোট বাচ্চাদের এ ভাবে মাঝখানে আনবেন না। এটা ঠিক নয়।’’
ভিডিয়োটি ‘রুশি১২’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বহু বার দেখা হয়েছে। ১৭০০ লাইক জমা পড়েছে ভিডিয়োয়। প্রাক্তন ভারতীয় অধিনায়কের দায়িত্বশীল আচরণ এবং বাচ্চাটির প্রতি উদ্বেগ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা।