ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সমুদ্রে ঘুরতে এসে কেউ সমুদ্রতটে বসে রোদ পোহাচ্ছেন, কেউ আবার ছবি তুলতে ব্যস্ত। বিশাল পাথরে লেগে ঢেউ আছড়ে পড়ছে। সেই মুহূর্তে সমুদ্রসৈকতের উপর উঠে পড়ল কয়েকটি সিল। সমুদ্রতটে এত ভিড় দেখে পর্যটকদের দিকে ধাওয়া করল তারা। তরুণী পর্যটকদের তাড়া করে সমুদ্রসৈকত থেকে বার করে দিল তারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ক্যালিফোর্নিয়ান.জেমস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সমুদ্রসৈকতের উপর উঠে পড়েছে তিনটি সিল। বালির উপর দিয়ে ভর দিয়ে তারা তেড়ে যাচ্ছে তরুণীর পর্যটকদের লক্ষ্য করে। সিলের তাড়া খেয়ে দৌড়ে পালাচ্ছেন তরুণী পর্যটকেরা।
দৌড়তে দৌড়তে তাঁরা একটি সিঁড়ির কাছে পৌঁছে যান। সিঁড়ি দিয়ে উঠে সমুদ্রসৈকত ছেড়ে পালিয়ে যান তাঁরা। সিলগুলি তাঁদের তাড়িয়ে যেন শান্তি পায়। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্রসৈকতে ঘটেছে। ভিডিয়ো দেখে এক জন লিখেছেন, ‘‘সিলগুলি একদম সঠিক কাজ করেছে। সমুদ্রসৈকতে লোক গিজগিজ করছে একেবারে। আমারই দেখে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে।’’