Viral Video

জঙ্গল কাঁপিয়ে তুমুল গর্জন বাঘের! বেঞ্চে দাঁড়িয়ে রূপ দেখল প্রকৃতিরও, দক্ষিণের রাজ্যের ভিডিয়ো ভাইরাল

বেঞ্চের উপর দাঁড়িয়ে অনবরত জোরে জোরে গর্জন করছিল একটি মস্ত বড় বাঘ। গর্জন থামিয়ে কিছু ক্ষণ চারদিকে তাকানোর পর বেঞ্চ থেকে নেমে পড়ল বাঘটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১১:৫২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সাফারি করার শখপূরণ করতে জঙ্গলে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন পর্যটকেরা। কিন্তু সাফারি করতে বেরিয়ে যে বাঘমামার দেখা পেয়ে যাবেন তা কল্পনা করতে পারেননি তাঁরা। অনতিদূরেই একটি বেঞ্চের উপর দাঁড়িয়ে রয়েছে মস্ত বড় বাঘ। জঙ্গলের চারদিক দেখতে দেখতে তুমুল গর্জন করে চলেছে সে। তার ডাকে যেন সারা জঙ্গল কেঁপে উঠছে।

Advertisement

এমন দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পর্যটকেরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘অরবিন্দ.কার্তিক৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলের রাস্তার ধারে একটি বেঞ্চের উপর দাঁড়িয়ে গর্জন করে চলেছে একটি মস্ত বড় বাঘ। সেই গর্জন শুনলে গায়ের লোম খাড়া হয়ে যেতে বাধ্য।

Advertisement

ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি কর্নাটকের নগরাহোল ব্যাঘ্র প্রকল্পে ঘটেছে। বেঞ্চের উপর দাঁড়িয়ে রয়েসয়ে জঙ্গলের রূপ দেখছিল সে। অনবরত জোরে জোরে গর্জন করছিল। গর্জন থামিয়ে কিছু ক্ষণ চারদিকে তাকানোর পর বেঞ্চ থেকে নেমে পড়ল বাঘটি। তার পর জঙ্গলের গভীরে হাঁটা দিতে শুরু করল সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement