Viral Video

মন্দিরের ভিতর হঠাৎ ঢুকে পড়ল বুনো হাতি, পালাতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন বৌদ্ধ ভিক্ষু, তার পর… ভাইরাল ভিডিয়ো

মন্দিরে ঢোকার কয়েক মুহূর্ত পরে বৌদ্ধ ভিক্ষুদের আরও কাছাকাছি গিয়ে দাঁড়ায় হাতিটি। প্রার্থনার ঘোর কেটে যায় বৌদ্ধ ভিক্ষুদের। হাতিকে দেখে প্রাণ বাঁচাতে আসন ছেড়ে উঠে অন্য দিকে ছুট লাগান দু’জন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ০৯:৩১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সকালে উঠে মন্দিরের ভিতর বসে প্রার্থনা করছিলেন দুই বৌদ্ধ ভিক্ষু। হঠাৎ শুঁড় দোলাতে দোলাতে মন্দিরের ভিতর ঢুকে পড়ল বিশাল দাঁতাল। বৌদ্ধ ভিক্ষুরা তখন প্রার্থনায় মগ্ন। তাঁদের ধ্যান ভাঙাতেই যেন ভিক্ষুদের আরও কাছে চলে যায় হাতিটি। ঘাড়ের পিছনে মস্ত বড় হাতিকে দেখে পিলে চমকে যায় বৌদ্ধ ভিক্ষুদের। প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে ছুট দেন তাঁরা। কিন্তু পালাতে গিয়ে এক বৌদ্ধ ভিক্ষু পা পিছলে পড়ে যান।

Advertisement

তাঁদের ভয় পেয়ে পালিয়ে যেতে দেখে পাল্টা চমকে যায় হাতিটি। লেজ তুলে মন্দির থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই বৌদ্ধ ভিক্ষু মন্দিরে বসে প্রার্থনা করছেন। সকালের প্রার্থনার সময় মন্দিরের ভিতর হঠাৎ ঢুকে পড়ে একটি বুনো হাতি। কিন্তু তাঁরা প্রার্থনায় এত মগ্ন ছিলেন যে, ওই দাঁতালের উপস্থিতি টেরই পাননি।

Advertisement

মন্দিরে ঢোকার কয়েক মুহূর্ত পরে বৌদ্ধ ভিক্ষুদের আরও কাছাকাছি গিয়ে দাঁড়ায় হাতিটি। প্রার্থনার ঘোর কেটে যায় বৌদ্ধ ভিক্ষুদের। হাতিকে দেখে প্রাণ বাঁচাতে আসন ছেড়ে উঠে অন্য দিকে ছুট লাগান দু’জন। পালাতে গিয়ে পা পিছলে নীচে পড়ে যান এক জন। তাঁকে টেনে ধরে তোলার জন্য হাত বাড়ান অন্য জন।

বৌদ্ধ ভিক্ষুদের এমন ভাবে ভয় পেতে দেখে হকচকিয়ে যায় হাতিটি। লেজ তুলে তাড়াহুড়ো করে মন্দিরের বাইরে চলে যায় সে। এই ঘটনাটি তাইল্যান্ডের নাখোন নায়োক শহরের একটি বৌদ্ধ মন্দিরে ঘটেছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশের দাবি, প্রার্থনার সুর শুনেই মন্দিরের ভিতর ঢুকে পড়েছিল হাতিটি। এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘হাতির মনে ভক্তিভাব!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement