Viral Video

জলের অজগরের খপ্পরে বাঁদরছানা! মারণপ্যাঁচ থেকে মুক্তির মরিয়া চেষ্টা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জলাশয়ের মধ্যে একটি বাঁদরছানাকে পেঁচিয়ে ধরেছে অজগর। বিশাল সাপের খপ্পর থেকে মুক্তি পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বাঁদরটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সাপের খপ্পরে পড়েছে ছোট্ট বাঁদরছানা। জলের মধ্যে তাকে পেঁচিয়ে ফেলেছে বিশাল অজগর। এমনই এক ভয়ঙ্কর ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সমাজমাধ্যমে হইচইও পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জলাশয়ের মধ্যে একটি বাঁদরছানাকে পেঁচিয়ে ধরেছে অজগর। বিশাল সাপের খপ্পর থেকে মুক্তি পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বাঁদরটি। কিন্তু সেই মারণপ্যাঁচ থেকে কিছুতেই বেরোতে পারছে না। আস্তে আস্তে প্যাঁচের জোর বাড়াতে থাকে অজগরটি। ভয়ে চিৎকার করতে থাকে বাঁদরছানা। এমন সময় স্থানীয় কয়েক জন এসে বাঁদরটির প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। জল থেকে তুলে আনেন সাপটিকে। তবে তখনও তাঁর প্যাঁচ থেকে মুক্তি পায়নি বাঁদরটি। অবশেষে সাপের কবল থেকে বাঁদরটিকে রক্ষা করেন স্থানীয়েরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত ৭ ফেব্রুয়ারি ২২ সেকেন্ডের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওয়াইল্ডলাইফ আনসেন্সরড’ নামক এক্স হ্যান্ডল থেকে। চার লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘ভিডিয়োটি ভয়ঙ্কর। তবে সাপ-বাঁদরের খাদ্য-খাদকের সম্পর্কে নাক গলানো উচিত হয়নি স্থানীয়দের।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বাঁদরটির প্রাণ বাঁচানোর জন্য ওই মানুষদের সাহসিকতাকে কুর্নিশ জানাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement