Viral Video

মঞ্চে নর্তকীদের সঙ্গে নাচ, জানতে পেরে তেড়ে এলেন মা, বেত্রাঘাত জনসমক্ষেই! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামের এক অনুষ্ঠান উপলক্ষে মঞ্চ বাঁধা হয়েছে। সেই মঞ্চে উঠে গানের তালে তালে নাচছেন দুই যুবতী। তাঁদের দেখার জন্য দর্শকের ভিড় উপচে পড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১০:০৭
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

স্থানীয় অনুষ্ঠান উপলক্ষে মঞ্চের উপর নাচছিলেন দুই নর্তকী। নীচে দাঁড়িয়ে উপভোগ করছিলেন তরুণ। এর পর সরাসরি মঞ্চেই উঠে যান তিনি। নর্তকীদের সঙ্গে গানের তালে তালে নাচতে থাকেন। ঠিক তখনই ঘটে বিপত্তি। ঘটনাস্থলে বেত হাতে পৌঁছোন তরুণের মা। জনসমক্ষে ছেলেকে বেতপেটা করেন তিনি। মায়ের রণমূর্তি দেখে ভয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান তরুণ। এমনই একটি ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে হইচই ফেলেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামের এক অনুষ্ঠান উপলক্ষে মঞ্চ বাঁধা হয়েছে। সেই মঞ্চে উঠে গানের তালে তালে নাচছেন দুই যুবতী। তাঁদের দেখার জন্য দর্শকের ভিড় উপচে পড়েছে। তাঁদের মধ্যে ছিলেন এক তরুণও। ভিড় থেকে বেরিয়ে এসে মঞ্চের উপরে উঠে যান তিনি। গানের তালে তালে নিজেও নাচতে থাকেন নর্তকীদের পাশে। তখনই সেখানে চলে আসেন তাঁর মা। মাকে দেখে তড়িঘড়ি মঞ্চ থেকে নেমে যান তরুণ। পুত্রের ওই ভাবে নাচ এবং টাকা ওড়ানো মেনে নিতে পারেননি তিনি। হাতে থাকা বেত নিয়ে জনসমক্ষেই তরুণকে মারতে থাকেন। উপস্থিত দর্শক মজা দেখতে থাকেন। এর পর সুযোগ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তরুণ। তাঁর মা-ও তাঁকে তাড়া করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সূর্য বলিয়া৯’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। হইচই পড়ে গিয়েছে সেটিকে কেন্দ্র করে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করেছেন। আবার উদ্বেগ প্রকাশ করে তরুণের মাকে সমর্থন করেছেন অনেকে। তবে নেটাগরিকদের অনেকেই আবার তরুণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement