Viral Video

সরাসরি সম্প্রচার চলাকালীন জ্ঞান হারিয়ে পোডিয়ামে লুটিয়ে পড়লেন সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী! ভাইরাল ভিডিয়ো

সরাসরি সম্প্রচার চলাকালীন জ্ঞান হারিয়ে টেবিলের উপর ঝুঁকে পড়লেন এলিসাবেট ল্যান। তার পর টেবিল সমেত পোডিয়ামে পড়ে গেলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীকে পড়ে যেতে দেখে সেখানে ছুটে যান অনুষ্ঠানের সঞ্চালিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্বাস্থ্যমন্ত্রীর পদের দায়িত্বভার পাওয়ার পর টেলিভিশনে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন সুইডেনের সদ্যনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী। নিজের বক্তৃতার কিছু ক্ষণ পর জ্ঞান হারিয়ে পোডিয়ামের সামনে টেবিল সমেত পড়ে গেলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘হাস্‌লবিচ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ভাষণ দিচ্ছেন সুইডেনের সদ্য দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী এলিসাবেট ল্যান। মঙ্গলবার সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার চলছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী আল্‌ফ ক্রিস্টারসন, একাধিক সরকারি আধিকারিক-সহ সাংবাদিকেরাও। সকলের সামনে নিজের বক্তব্য শেষ করে পোডিয়ামে দাঁড়িয়ে ছিলেন এলিসাবেট। একটি উঁচু টেবিলের সামনে দাঁড়িয়েছিলেন তিনি।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত অন্য দুই অতিথিও এলিসাবেটের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। সঞ্চালিকার অনুরোধে অন্য এক জন তাঁর ভাষণ শুরুর মুহূর্তেই ঘটল অঘটন। সরাসরি সম্প্রচার চলাকালীন জ্ঞান হারিয়ে টেবিলের উপর ঝুঁকে পড়লেন এলিসাবেট। তার পর টেবিল সমেত পোডিয়ামে পড়ে গেলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীকে পড়ে যেতে দেখে সেখানে ছুটে যান অনুষ্ঠানের সঞ্চালিকা। জ্ঞান হারিয়ে পোডিয়ামের উপর উপুড় হয়ে পড়ে গিয়েছিলেন এলিসাবেট। তাঁকে সোজা করে শোয়ালেন সঞ্চালিকা।

দর্শকাসনে উপস্থিত সকলেই এলিসাবেটের জ্ঞান ফেরাতে ব্যস্ত হয়ে পড়েন। কিছু ক্ষণ পরেই জ্ঞান ফেরে তাঁর। এলিসাবেটের স্বাস্থ্যের কথা চিন্তা করে অনুষ্ঠানের পরবর্তী প্রশ্নোত্তর পর্ব বাদ দেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, স্বাস্থ্যমন্ত্রীর রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে গিয়েছিল। তাই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। পোডিয়ামে পড়ে গেলেও কোনও আঘাত পাননি স্বাস্থ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement