ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সন্ধ্যাবেলায় লোকাল ট্রেনে উঠেছিলেন তরুণ। কিন্তু ট্রেনে উঠে আর ভিতরে ঢুকে বসলেন না তিনি। বরং ট্রেনের হাতল ধরে বাইরের দিকে ঝুলে পড়লেন। এক পা ট্রেনে রেখে অন্য পা রেখে দিলেন প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম ছেড়ে দ্রুত গতিতে ট্রেনটি বেরোচ্ছিল। তরুণও প্ল্যাটফর্মে পা ঘষতে ঘষতে যাচ্ছিলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) যা দেখে সমালোচনার শিকার হয়েছেন তরুণ।
‘আনসিন.মুম্বই’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, লোকাল ট্রেনে উঠে ভয়ঙ্কর ‘স্টান্ট’ দেখাচ্ছেন এক তরুণ। ট্রেন থেকে ঝুলে এক পা প্ল্যাটফর্মে রেখেছেন তিনি। ট্রেনটিও ছুটে চলেছে। পাশাপাশি প্ল্যাটফর্মের সঙ্গে নিজের পা ঘষছেন তরুণ। এই ঘটনাটি মুম্বইয়ে ঘটেছে। তবে কোন স্টেশনে তরুণ এই দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছেন, তা ভিডিয়ো থেকে জানা যায়নি।
তরুণ যখন প্রাণের ঝুঁকি নিয়ে এই কেরামতি দেখাতে ব্যস্ত, তখন ফোন দেখতে দেখতে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক তরুণী। তাঁর সামনে যেতেই ট্রেনে ঝুলতে ঝুলতে এক হাত বাড়িয়ে দিলেন তরুণ। কিন্তু তরুণী তা খেয়াল করলেন না। ট্রেনে তরুণের ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন আরও এক তরুণ।
কিন্তু সহযাত্রীকে এমন বিপজ্জনক পরিস্থিতিতে দেখেও কোনও ভ্রুক্ষেপ নেই তাঁর। বরং নিজের মতোই চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাঁকে। ট্রেনের অন্য এক যাত্রী পুরো ঘটনাটির ভিডিয়ো তুলে রাখেন। সেই ভিডিয়োটিই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। নেটপাড়ার একাংশের দাবি, ওই তরুণ ট্রেনে উঠে রিল বানাচ্ছিলেন।
আবার অধিকাংশ নেটাগরিকের মতে, তিনি ইচ্ছা করেই ও ভাবে ঝুলছিলেন যাতে সুযোগ পেলেই তরুণীর ফোন চুরি করতে পারেন। কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে এ ভাবে ঝুলে থাকার জন্য তরুণকে কটাক্ষ করতে পিছপা হয়নি নেটপাড়া। রেল কর্তৃপক্ষকে সেই তরুণের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করারও অনুরোধ করেছেন নেটব্যবহারকারীরা।