ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাছের আড়ালে ঘোরাফেরা করছে বাঘ। তবে তার মুখের দু’পাশ থেকে ঝুলছে বিশাল একটি অজগর। হিংস্র সরীসৃপকে শিকার করেছে বাঘটি। তা নিয়েই হাঁটাচলা করে বেড়াচ্ছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ওয়াইল্ডকর্ণাটক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাঘ গাছের চারদিকে ঘোরাফেরা করছে। জঙ্গল থেকে একটি অজগর শিকার করেছে সে। সেই মৃত অজগরটির দেহে কামড় বসিয়ে তা মুখে নিয়েই ঘুরছে বাঘটি। বাঘের মুখের দু’পাশ থেকে ঝুলছে অজগরের দেহটি।
শিকারকে কাছছাড়া করতে চাইছে না বাঘটি। ঘটনাটি রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে ঘটেছে। এক পর্যটকের ক্যামেরায় সেই দৃশ্য বন্দি হয়েছে। সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘জঙ্গলে সাফারি করতে বেরিয়ে বাঘকে শিকার করতে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার।’’ আবার এক জন লিখেছেন, ‘‘বেশ আরাম করে খাওয়াদাওয়া করবে বলে জায়গা খোঁজার জন্য শিকার মুখে নিয়ে ঘোরাফেরা করছে বাঘটি।’’