ছবি: এক্স থেকে নেওয়া।
খাঁচায় ঢুকে বাঘের সঙ্গে ছবি তুলছিলেন দুই যুবক। প্রথমে সব কিছু ঠিকই চলছিল। কিন্তু কিছু ক্ষণ পরেই গর্জন ছাড়ল বাঘ। আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার জোগাড় হল দুই যুবকের। পড়িমড়ি করে খাঁচা থেকে পালিয়ে বাঁচলেন তাঁরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডের ‘দ্য মিলিয়ন ইয়ার স্টোন পার্ক অ্যান্ড পাটায়া ক্রোকোডাইল ফার্ম’-এ। পার্কে থাকা একটি বাঘের খাঁচায় ছবি তুলতে ঢুকেছিলেন দুই যুবক। তখনই ওই কাণ্ড ঘটে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, খাঁচার মধ্যে থাকা একটি পাথরের বিছানায় চেন বাঁধা অবস্থায় বসে রয়েছে একটি বিশাল বাঘ। তার ঠিক পিছনেই দাঁড়িয়ে দুই যুবক। বাঘের সঙ্গে ছবি তুলছেন তাঁরা। এমন সময় বাইরে থেকে কেউ একটি লাঠি নিয়ে বাঘটির ঘাড়ের কাছে খোঁচাতে থাকেন। রেগে গর্জন করে ওঠে বিশালাকার প্রাণী। আর সেই গর্জন শুনে ভয়ে চমকে ওঠেন দুই যুবক। পড়িমড়ি করে খাঁচা থেকে বেরিয়ে যান তিনি। এক জন যুবক খাঁচার বাইরে গিয়ে নতজানু হয়ে প্রণাম করতে থাকেন। প্রাণ বাঁচানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আউট অফ কনটেক্সট হিউম্যান রেস’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। ১৬ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। ২৩ সেকেন্ডের সেই ভি়ডিয়োয় দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘খুবই বিপজ্জনক। এ রকম সাহস দেখানোর কোনও মানে হয় না।’’