ছবি: ইনস্টাগ্রাম।
গুপ্তধনের সন্ধানে বেরিয়ে মাটির নীচে থেকে একটি প্রাচীন বাক্স খুঁজে পেয়েছিলেন এক যুবক। বাক্সের ডালা খুলতেই তেড়ে এল ভয়ঙ্কর প্রহরী। কিন্তু কী পাহারা দিচ্ছিল সে? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ের নীচে মেটাল ডিটেক্টর নিয়ে ঘোরাঘুরি করছেন এক যুবক। মাটির নীচে কোথাও ধাতব কিছু রয়েছে কি না তা খোঁজার চেষ্টা করছেন তিনি। এর পর একটি জায়গায় গিয়ে তাঁর হাতে থাকা যন্ত্রটিতে জোরে আওয়াজ হতে থাকে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েন যুবক। পাথুরে ওই জায়গা খোঁড়ার সিদ্ধান্ত নেন। বেশ কিছু ক্ষণ খোঁড়াখুঁড়ির পর পাথর সরিয়ে একটি ধাতব বাক্স খুঁজে পান যুবক। উৎসাহিত হয়ে বাক্সের ডালা খুলতেই তার ভিতর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর এক সাপ। যুবক ওই ধাতব পাত্রে হাত দেওয়ার চেষ্টা করতেই সাপটি তাঁর দিকে ফোঁস করে তেড়ে আসে। দেখে মনে হয় যেন বাক্সের ভিতরের ‘গুপ্তধন’ পাহারা দিচ্ছে সে। সঙ্গে সঙ্গে পিছিয়ে যান যুবক। কিছু ক্ষণ পরে ভয়ঙ্কর সাপটিকে সেখান থেকে সরিয়ে দিতে সক্ষম হন তিনি। এর পর বাক্সের ডালা সরিয়ে দেখেন তার ভিতরে রয়েছে বেশ কয়েকটি মুদ্রা। সেগুলিকে দেখে অনেক পুরনো এবং মূল্যবান মনে হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি ‘.আর্কিয়োলজিস্ট’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি লক্ষাধিক বার দেখা হয়েছে। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। তবে ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে। এক নেটাগরিক প্রশ্ন তুলেছেন, ‘‘যদি ওই মুদ্রা প্রাচীন হয় তা হলে বাক্সের মধ্যে সাপটি কী করে বেঁচে ছিল?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আশ্চর্য ঘটনা।’’