Bizarre Incident

অতিথিদের সামনে স্ত্রীর পরকীয়ার ভিডিয়ো চালালেন দমকলকর্মী! বিচ্ছেদ পার্টিতে পরিণত হল জন্মদিনের পার্টি

দমকলকর্মীর জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন স্ত্রী। কিন্তু আনন্দের মুহূর্ত নাটকীয় মোড় নিল হঠাৎ করেই। ঘরভর্তি লোকের সামনে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন দমকলকর্মী ওই যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৫:৫৭
Share:

ছবি: সংগৃহীত।

দমকলকর্মীর জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন স্ত্রী। কিন্তু আনন্দের মুহূর্ত নাটকীয় মোড় নিল হঠাৎ করেই। ঘরভর্তি লোকের সামনে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন দমকলকর্মী ওই যুবক। অতিথিদের সামনেই জানিয়ে দিলেন, তাঁর জন্য পার্টির আয়োজন করলেও স্ত্রীর মন জুড়ে রয়েছেন অন্য পুরুষ। স্ত্রীর পরকীয়ার কথাও তুলে ধরলেন। অদ্ভুত সেই ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ জার্সিতে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জন্মদিন উপলক্ষে আয়োজিত পার্টিতে নতুন পোশাক পরে উপস্থিত হন নিউ জার্সির ওই দমকলকর্মী। তাঁকে দেখে অতিথিরা শুভেচ্ছা জানান। এর পর অতিথিদের উদ্দেশে তিনি বলেন, ‘‘যদিও আজ আমার জন্মদিন, তবে আমি আমার স্ত্রীর জন্য কিছু কথা বলতে চাই।’’ এর পর স্ত্রীর দিকে এগিয়ে যান যুবক। স্ত্রীকে বিয়ের আংটি খুলে দিতে বলেন। যুবকের ওই কথা শুনে তাঁর স্ত্রী এবং অতিথিরা অবাক হয়ে যান। এর পর স্ত্রীকে চুম্বন করে ওই দমকলকর্মী বলেন, ‘‘আমি সব কিছু জানি। আমি তোমার পরকীয়ার কথা জানি। সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করেছি। আমার ভাল লাগেনি। কিন্তু তোমার বিকল্প পরিকল্পনা নিয়ে আমি সব কিছু জানি।’’ তবে যুবকের সেই অভিযোগ অস্বীকার করেন তাঁর স্ত্রী। এর পর যুবক পরকীয়ার ভিডিয়ো সকলকে দেখিয়ে দেওয়ার কথা বললে তাঁর স্ত্রী সব কিছু স্বীকার করেন। বিচ্ছেদের সিদ্ধান্ত নেন যুবক। একে একে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান অতিথিরা।

সেই ঘটনার কথা সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার ওই দমকলকর্মীর স্ত্রীর নিন্দা করেছেন। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘জন্মদিনের পার্টি বিচ্ছেদের পার্টিতে পরিণত হয়ে গেল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement