ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ভিয়েতনামে গেলেই বহু পর্যটক হ্যানয়ের বিখ্যাত ‘ট্রেন স্ট্রিট’-এ ঘুরতে যান। রেললাইনের দু’পাশে সারি সারি দোকান, ক্যাফে। কিছু ক্ষণ পর পর মাঝখান দিয়ে ট্রেন চলে যায়। এই দৃশ্যের সাক্ষী থাকতেই সেখানে ভিড় জমান অনেকে। কিন্তু পর্যটনস্থলে পৌঁছে ভিডিয়ো তোলার সময় দুর্ঘটনার সম্মুখীন হন তরুণ।
ট্রেনের ভিডিয়ো তুলতে গিয়ে উল্টে পড়ে যান তিনি। বরাতজোরে প্রাণরক্ষা হয় তাঁর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হ্যানয়ের জনপ্রিয় ‘ট্রেন স্ট্রিট’ দিয়ে তীব্র বেগে ট্রেন ছুটে যাচ্ছে। রেললাইনের ধারে বসে তার ভিডিয়ো তুলছেন অনেকে। এক তরুণ পর্যটক ভিডিয়ো তুলতে গিয়ে অন্যমনস্ক হয়ে যান। এক পা সামান্য এগিয়ে ফেলেন তিনি।
সেই মুহূর্তেই ট্রেনের সঙ্গে তাঁর পায়ে ধাক্কা লাগে। টাল সামলাতে না পেরে উল্টে পড়ে যান তিনি। নিজেকে সামলাতে গিয়ে একটি টেবিলও উল্টে ফেলেন। এই ঘটনাটি জুন মাসে ভিয়েতনামের হ্যানয়ে ঘটেছে। বিদেশ থেকে সেখানে ঘুরতে গিয়েছিলেন তরুণ। ভিডিয়ো তুলতে গিয়েই নিজের বিপদ ডেকে আনেন তিনি। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যান তরুণ। রেললাইনের বিপরীত দিকে উল্টে পড়েন তিনি। সেখানে উপস্থিত অন্য পর্যটকেরা সামলে নেন তরুণকে। কোনও গুরুতর আঘাত পাননি তিনি।