ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
প্রসবযন্ত্রণায় ছটফট করছিল একটি হাতি। হাঁটতে হাঁটতে কোনও রকমে রেললাইনের ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। সেই সময় ছুটে আসছিল একটি ট্রেন। দূর থেকে অন্তঃসত্ত্বা হাতিটিকে লক্ষ করে দাঁড়িয়ে পড়লেন ট্রেনের চালক। সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর পাঠানো হয়। সেখানেই সন্তানের জন্ম দেয় হাতিটি। কিছু ক্ষণ রেললাইনে বিশ্রাম নেওয়ার পর হাতিটি তার খুদে শাবককে নিয়ে গভীর জঙ্গলের দিকে চলে যায়। সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। ঘটনাটি ঝাড়খণ্ডে ঘটেছে বলে জানা গিয়েছে।
ঝাড়খণ্ডের বনসংলগ্ন এলাকা দিয়ে বিস্তৃত রয়েছে রেলপথ। জঙ্গলের মাঝখান দিয়ে একটি ট্রেন ছুটে যাচ্ছিল। দূর থেকে রেললাইনের ধারে একটি হাতিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন ট্রেনের চালক। লাইনের ধারে দাঁড়িয়ে ক্রমাগত ছটফট করে চলেছে সে। হাতিটিকে দেখে সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন তিনি। হাতিকে দেখে তিনি বুঝতে পারেন যে প্রাণীটি প্রসবযন্ত্রণায় ছটফট করছে।
দেরি না করে ঝাড়খণ্ডের বন দফতরে খবর পাঠান তিনি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগের কয়েক জন কর্মী। রেললাইনে মা হাতিটি সন্তানের জন্ম দেয়। কিছু ক্ষণ লাইনে শুয়ে বিশ্রাম নেওয়ার পর শাবককে নিয়ে গভীর জঙ্গলের দিকে চলে যায় সে।
হাতির ভিডিয়োটি পোস্ট করে ভূপেন্দ্র জানান যে, হাতির সন্তান প্রসবের সময় সেই ট্রেনটি দু’ঘণ্টা দাঁড়িয়েছিল। হাতিটি সরে গেলে তার পর ট্রেন রওনা দেয়। ভূপেন্দ্র জানান, রেল কর্তৃপক্ষের সহায়তায় সারা ভারতে সাড়ে ৩ হাজার কিলোমিটার বিস্তৃত রেলপথের মধ্যে ১১০টি স্পর্শকাতর বনাঞ্চল চিহ্নিত করা গিয়েছে।