Viral Video

নিস্তার নেই লুকিয়ে প্রেম করেও! টায়ারের ভিতর আদরে মজে ‘জুটি’ ধরা পড়ল ক্যামেরায়, মজার ভিডিয়ো ভাইরাল

একটি বিড়ালের বুকে মাথা গুঁজে রয়েছে অন্য একটি বিড়াল। সঙ্গীকে আগলে ধরে তার গলার কাছে এক পা উঠিয়ে জড়িয়ে রয়েছে অন্য বিড়ালটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৫:৩৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গ্যারাজের ভিতর নিজের মতো কাজ করছিলেন তরুণ। হঠাৎ সেখান থেকে এক অদ্ভুত শব্দ পেলেন তিনি। এ দিক-ও দিক দেখতে গিয়ে অচেনা শব্দের উৎসের সন্ধান পেলেন তরুণ। তিনি দেখলেন যে, গ্যারাজের ভিতর রাখা একটি টায়ারের ভিতর ঘাপটি মেরে শুয়ে রয়েছে দু’টি বিড়াল। শুধু তা-ই নয়, টায়ারের ভিতর শুয়ে চুটিয়ে প্রেমপর্ব চালাচ্ছে তারা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি টায়ারের ভিতর চোখ বুজে শুয়ে রয়েছে দু’টি বিড়াল। একটি বিড়ালের বুকে মাথা গুঁজে রয়েছে অন্য একটি বিড়াল। সঙ্গীকে আগলে ধরে তার গলার কাছে এক পা উঠিয়ে জড়িয়ে রয়েছে অন্য বিড়ালটি। একে অপরের গায়ে পা উঠিয়ে কোলবালিশের মতো জড়িয়ে ধরে রয়েছে তারা।

আদরে তারা এমনই মজে গিয়েছে যে, চোখ বুজে শুয়ে রয়েছে দু’টি বিড়াল। তরুণ এই দৃশ্য দেখে বিড়ালের লুকিয়ে প্রেম করার মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফেলেছেন। সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ভালবাসার পাশাপাশি হাসির চিহ্নও এঁকে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘বিড়াল দু’টি খুব মিষ্টি। এই ভিডিয়ো দেখে মন ভরে গেল।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘বেচারা সকলের আড়ালে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিল। লুকিয়ে প্রেম করতে গিয়েও ধরা পড়ে গেল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement