Viral Video

বন্ধুর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া! লেজ দুলিয়ে, চোখ রাঙিয়ে ‘শাসন’ও করল বিড়াল, মজার ভিডিয়ো ভাইরাল

পাঁচিলের উপর দাঁড়িয়ে একটি বিড়ালের সঙ্গে গলা ফাটিয়ে ঝগড়া করছে এক স্থূলকায় বিড়াল। ঝগড়া করতে করতে অনবরত লেজ দুলিয়ে যাচ্ছে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১০:৫৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পাঁচিলের উপর দাঁড়িয়েছিল একটি বিড়াল। তাকে চুপচাপ একা একা দাঁড়িয়ে থাকতে দেখে পাঁচিলের উপর দৌড়ে গেল একটি লোমশ বিড়াল। কিন্তু সঙ্গ দেওয়ার জন্য নয়। বরং অন্য বিড়ালকে দেখে পায়ে পা লাগিয়ে ঝগড়া শুরু করে দিল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘লিটললায়নবেবি৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পাঁচিলের উপর দাঁড়িয়ে একটি বিড়ালের সঙ্গে গলা ফাটিয়ে ঝগড়া করছে এক স্থূলকায় বিড়াল। ঝগড়া করতে করতে অনবরত লেজ দুলিয়ে যাচ্ছে সে। ঝগড়ার সময় গলার আওয়াজও কমে-বেড়ে যাচ্ছে তার।

অন্য বিড়ালের দিকে চোখ রাঙিয়ে এগিয়েও গেল সে। অন্য দিকে, ঝগড়া চলাকালীন প্রায় নীরবই থাকল অন্য বিড়ালটি। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দে‌খে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘ঝগড়া করার জন্য একেবারে দৌড়ে এসেছিল বিড়ালটি। বেচারা অন্য বিড়ালটির জন্য মনকেমন করছে। একতরফা বকাই খেয়ে গেল সে। পাল্টা জবাব দেওয়ার সুযোগ পেল না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement