Viral Video

জোড়া সিংহী দেখে শিকার ছেড়ে পালাল গোখরো! দুই ‘ঈশ্বর’কে ধন্যবাদ জানাল গিরগিটি

দুই সিংহীর সামনাসামনি রয়েছে একটি গোখরো। বার বার ফণা বার করছে সে। তা দেখে এক সিংহী একটু পিছিয়ে গেলেও আবার সে গোখরোর দিকে এগিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শিকার করতে ব্যস্ত ছিল গোখরো। কিন্তু শিকার করতে গিয়েই পিছিয়ে গেল সে। তার সামনে দাঁড়িয়ে দুই সিংহী। ‘বনের রানি’দের দেখে ভয়ে কেঁপে উঠল সে। শিকার ছেড়ে ভয়েই পালিয়ে গেল গোখরো। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে দুই সিংহীকে ধন্যবাদও জানাতে দেখা গেল একটি গিরগিটিকে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ড্যানিয়েল_ওয়াইল্ডলাইফ_সাফারি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই সিংহীর সামনাসামনি রয়েছে একটি গোখরো। বার বার ফণা বার করছে সে। তা দেখে এক সিংহী একটু পিছিয়ে গেলেও আবার সে গোখরোর দিকে এগিয়ে যায়। কড়া নজরে গোখরোর দিকে তাকিয়ে থাকে দুই সিংহী। ‘বনের রানি’দের দেখে সেখান থেকে পালিয়ে ঝোপঝাড়ের দিকে চলে যায় গোখরো। তার পরেই সেখান থেকে বেরিয়ে আসে একটি গিরগিটি।

আসলে ওই গিরগিটিটিকেই শিকার করবে বলে ছক কষছিল গোখরোটি। কিন্তু এক জোড়া সিংহী সেই মুহূর্তে সেখানে পৌঁছে যায়। সিংহীদের দেখে শিকার ছেড়েই পালিয়ে যায় গোখরো। পরে এই গিরগিটিটি দুই সিংহীর সামনে গিয়ে একদৃষ্টে তাকিয়ে থাকে। যেন তার প্রাণ বাঁচানোর জন্য সিংহীদের ধন্যবাদ জানাচ্ছে সে। সিংহীরাও গিরগিটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার একটি জঙ্গলে ঘটেছে। জঙ্গলে সাফারি করতে বেরোনো পর্যটকদের ক্যামেরায় এই মুহূর্তটি বন্দি হয়েছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘জঙ্গলে সাফারি করতে বেরোলে নানা রকম মুহূর্তের সাক্ষী থাকা যায়। এ এক দারুণ অভিজ্ঞতা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement