Viral Video

বক্স বাজিয়ে গ্রাম জুড়ে উৎসব করে, নেচে, পোষ্য মহিষের জন্মদিন পালন তরুণের! উত্তরপ্রদেশের ভিডিয়ো ভাইরাল

মহিষটিকে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছিলেন সকলে। সাউন্ডবক্স বাজিয়ে নাচ করতেও দেখা গেল গ্রামবাসীদের। কেউ কেউ আবার মহিষটির সঙ্গে নিজস্বী তুলতেও ব্যস্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১২:২৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পোষ্যের বয়স দু’বছর হল। সেই উপলক্ষে গ্রাম জুড়ে উৎসবের আয়োজন করেছিলেন মহিষের মালিক। উৎসবে অংশগ্রহণ করেছিলেন গ্রামের বাসিন্দারা। সাউন্ডবক্স বাজিয়ে, গ্রামবাসীরা রাস্তায় নেমে নাচ করছিলেন। ফুলের মালায় সাজিয়ে দিয়েছিলেন মহিষটিকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘অরুণআজাদচহাল’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিষের জন্মদিন পালন করছেন গ্রামবাসীরা। সাউন্ডবক্স বাজিয়ে রাস্তায় নেমে নাচ করছেন তাঁরা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি উত্তরপ্রদেশের অমরোহা শহরের সুনগঢ় গ্রামে ঘটেছে। সেই গ্রামের বাসিন্দা ইসরার। নিজের পোষ্য মহিষ শেরার জন্মদিন উপলক্ষে গ্রাম জুড়ে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। দু’বছরে পা দিয়েছে শেরা।

ইসরারের দাবি, শেরাকে গ্রামবাসীরা খুব ভালবাসেন। তাই পোষ্যের জন্মদিনে গ্রামের বাসিন্দাদেরও নিমন্ত্রণ জানিয়েছিলেন ইসরার। শেরাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছিলেন সকলে। সাউন্ডবক্স বাজিয়ে নাচ করতেও দেখা গেল গ্রামবাসীদের। কেউ কেউ আবার শেরার সঙ্গে নিজস্বী তুলতেও ব্যস্ত। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের একাংশ মহিষের মালিকের প্রশংসা করে লিখলেন, ‘‘পোষ্যের প্রতি এমন প্রেম দেখে মন ছুঁয়ে গিয়েছে। গ্রামবাসীদের পশুপ্রেমও প্রশংসার যোগ্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement