Viral Video

পর পর দু’বার ‘যমদূত’কে বুড়ো আঙুল দেখালেন তরুণ! বরাতজোরে পথ দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন স্কুটারচালক, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

স্কুটার চালিয়ে সোজা এগিয়ে যাচ্ছিলেন তরুণ। রাস্তার এক দিক থেকে একটি বাস ছুটে আসছিল। তরুণও তখন স্কুটার নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। ভাগ্যের জোরে প্রাণ বেঁচে যায় তরুণের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৮:২৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

উড়ালপুলের নীচ দিয়ে স্কুটার চালিয়ে রাস্তা পার করছিলেন এক তরুণ। কিন্তু ট্রাফিক সিগনালের দিকে নজর ছিল না তাঁর। রাস্তা পার করতে গিয়ে একটি বাসের গা ঘেঁষে বেরিয়ে যান তিনি। কী ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেলেন, তা বুঝে ওঠার আগেই দ্বিতীয় বার পথ দুর্ঘটনার সম্মুখীন হন তরুণ। বাসটি অতিক্রম করার সঙ্গে সঙ্গে একটি গাড়িতে গিয়ে ধাক্কা লাগার পরিস্থিতি তৈরি হয়। মুহূর্তের মধ্যে স্কুটারের ব্রেক কষে দেন তরুণ। কয়েক সেকেন্ডের মাথায় পর পর দু’বার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘হেট ডিটেক্টর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, স্কুটার চালিয়ে রাস্তা পার করছিলেন এক তরুণ। রাস্তা পার করার সময় আর কোনও দিকে তাকাননি তিনি। স্কুটার চালিয়ে সোজা এগিয়ে যাচ্ছিলেন। রাস্তার এক দিক থেকে একটি বাস ছুটে আসছিল। তরুণও তখন স্কুটার নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন।

ভাগ্যের জোরে প্রাণ বেঁচে যায় তরুণের। তাঁর গা ঘেঁষে বেরিয়ে যায় বাসটি। বাসটি অতিক্রম করতে না করতেই একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পরিস্থিতি তৈরি হয়। রাস্তার বিপরীত দিক থেকে একটি গাড়ি আসছিল। রাস্তা পার করার সময় তা লক্ষ করেননি স্কুটারচালক। গাড়ির সঙ্গে ধাক্কা লাগার ঠিক আগের মুহূর্তে ব্রেক কষে দাঁড়িয়ে পড়েন তিনি। গাড়িতে লাগানো ড্যাশক্যামে পুরো ঘটনাটি ধরা পড়েছে।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বেঙ্গালুরুর রাস্তায় ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটাগরিকদের কাছে কটাক্ষের শিকার হয়েছেন তরুণ। এক জন লিখেছেন, ‘‘আপনার ভাগ্য সত্যিই খুব ভাল। না হলে এ ভাবে পর পর দু’বার যমদূতকে বুড়ো আঙুল দেখিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারতেন না। কিন্তু সব সময় ভাগ্য এমন সহায় হয় না। তাড়াহুড়ো না করে ট্রাফিক নিয়ম মেনে সাবধানে গাড়ি চালান।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement