ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বিশাল একটি ঘরের মেঝেতে বিছানা পাতা, মশারি টাঙানো। ঘরের ভিতর জোরে জোরে গান বাজছে। গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করছেন দুই ব্যক্তি। তাঁদের পরনে হাফ প্যান্ট আর টি-শার্ট। গলায় কাপড় জড়িয়ে নাচ করতেই ব্যস্ত দু’জনে। জেলের ভিতর দুই বন্দির এই উদ্দাম নাচের ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে বিতর্ক শুরু হয়েছে নেটপাড়ায় (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘সানি শরদ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই বন্দি জেলের ভিতর নাচ করছেন। দর্শকেরও অভাব নেই। সেই ঘরে মোবাইলে কথা বলতে বলতে এক ব্যক্তিকে পরিপাটি করে খাওয়াদাওয়া করতেও দেখা যাচ্ছে। নাচের ভিডিয়ো রেকর্ড করছেন এক ব্যক্তি। সম্প্রতি এই ঘটনাটি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই দুই বন্দিদের নাম যথাক্রমে বিধু গুপ্ত এবং ভিকি ভালোতিয়া। নিষিদ্ধ কোটি কোটি টাকার মদ কেলেঙ্কারিতে অভিযুক্ত বিধু এবং জিএসটি কেলেঙ্কারিতে অভিযুক্ত ভিকিকে সেই ভিডিয়োয় নাচ করতে দেখা গিয়েছে। জেলের ভিতর এই বিশেষ সুবিধাগুলি কী ভাবে তাঁরা লাভ করছেন, তা খতিয়ে দেখে তদন্ত শুরু করে জেল প্রশাসন। তদন্তে নেমে দুই জেল আধিকারিককে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়। জেলের ভিতর বন্দিরা কী ভাবে ফোন ব্যবহারের সুযোগ-সুবিধা পাচ্ছেন, তা-ও খতিয়ে দেখছে জেল প্রশাসন।