ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কাঠের বড় দরজার নীচে ছিটকিনি লাগানো। মানুষেরা তো দিব্যি সেই ছিটকিনি খুলে ঘরের ভিতর যাওয়া-আসা করে! তা হলে হাতির ছানাও নিশ্চয়ই সেই কাজ খুব সহজেই সেরে ফেলতে পারবে। দরজার সামনে দাঁড়িয়ে ছিটকিনিটি ছোট্ট শুঁড়ে পেঁচিয়ে ওঠানো-নামানো করতে লাগল হস্তীশাবক। কিন্তু শত চেষ্টা করেও দরজা খুলতে পারল না সে। শেষ পর্যন্ত মনখারাপ করে সেখান থেকে চলেই গেল ছোট্ট হাতি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘টাস্কারশেল্টার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হস্তীশাবক দরজার নীচে লাগানো ছিটকিনি শুঁড়ে পেঁচিয়ে রয়েছে। ছিটকিনি খুলে ঘরের ভিতর যাওয়ার ইচ্ছা তার। কিন্তু ছিটকিনিটি শুঁড়ে পেঁচিয়ে বার বার তা উপরে উঠিয়ে আবার নামিয়ে ফেলছিল সে। দরজা খুলছে না দেখে বিরক্ত হয়ে গেল হাতির ছানা।
ঘাড়, কান দুলিয়ে বার বার ছিটকিনিটি খোলার চেষ্টা করল সে। কিন্তু শত চেষ্টা করেও ব্যর্থ হল হাতিটি। মনখারাপ করে সেখান থেকে চলে গেল হস্তীশাবক। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘ছিটকিনি খোলা যে কত কঠিন কাজ তা হাড়ে হাড়ে টের পেয়েছে হাতির ছানা।’’