ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ভরদুপুরে রাস্তায় বেরিয়ে গাড়িচালকের সঙ্গে ঝগড়া বেধেছিল বাইকচালকের। ঝগড়ায় হার মানতে চাননি তিনি। বাইকে চালকের পিছনে বসেছিলেন এক ব্যক্তি। গাড়ির চালকের সঙ্গে ঝগড়া চালিয়ে যাওয়ার জন্য বাইকের গতি আরও বাড়িয়ে দেন তিনি। কিন্তু তাতে বিপদ হল বাইকচালকেরই। রাগের মাথায় গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বাইকে সজোরে ধাক্কা মারলেন গাড়ির চালক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি শুক্রবার দুপুর সওয়া ১টা নাগাদ বেঙ্গালুরুর কেআর পুরম উড়ালপুলে ঘটেছে। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গাড়িতে লাগানো ড্যাশক্যামে পুরো ঘটনাটি ধরা পড়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাড়ির পিছন পিছন যাচ্ছিল একটি বাইক। চালকের পিছনে এক ব্যক্তিও বাইকে বসেছিলেন। বাইকচালক গতি বাড়িয়ে গাড়ির পাশাপাশি গেলেন।
তার পর দু’পক্ষই গাড়ি চালাতে চালাতে বচসায় জড়িয়ে পড়েন। এর পরই রাগের মাথায় বাইকে সজোরে ধাক্কা মারেন গাড়ির চালক। বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান বাইকচালক এবং আরোহী। ধাক্কা খাওয়ার পর কোনও রকমে বাইকটি নিয়ন্ত্রণে আনেন চালক। কিন্তু পিছনের আসন থেকে আরোহী রাস্তায় পড়ে যান। বিপদ দেখে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। বাইকচালক সামান্য আহত হয়েছেন। তবে, কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করতে রাজি হননি বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।