ছবি: ইনস্টাগ্রাম।
স্বামীর বয়স ৪০। তাঁর ২৪। এখনকার সমাজের হিসাবে বয়সের ফারাক নজরে পড়ার মতোই। কিন্তু সেই স্বামীকে দেখেই বিয়ের মঞ্চে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন তরুণী। নাচলেন ভোজপুরি গানের তালে তালে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
‘ময়াঙ্ক কুমার পটেল’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে ভোজপুরি গানের তালে তালে হবু বরের সামনে নাচছেন এক তরুণী। বরও নাচছেন তাঁর সঙ্গে সঙ্গে। কিছু ক্ষণ পর পাত্র নাচ থামিয়ে দেন। কিন্তু ওই তরুণী নাচ থামাননি। নাগাড়ে নাচতেই থাকেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই অনেক মানুষ দেখেছেন। দু’লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভাইরাল ভিডিয়ো দেখে নেটাগরিকদের মনে কৌতূহল, ১৬ বছরের বড় বরকে দেখে কেন এত আনন্দিত তরুণী? নিজেদের মতো সে প্রশ্নের উত্তরও খুঁজে নিয়েছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়োয় লেখা, ৪০ বছর বয়সি ওই যুবক সরকারি কর্মী। বিহারের সরকারি স্কুলে শিক্ষকতা করেন। আর তার পরেই নেটাগরিকদের ওই একাংশের দাবি, আসলে পাত্র হিসাবে সরকারি চাকুরিজীবীকে পেয়েই এত আনন্দিত ওই তরুণী। আর তারই বহিঃপ্রকাশ করছেন নেচে নেচে। এক জন লিখেছেন, ‘‘সবই সরকারি চাকরির জাদু।’’ যদিও নেটাগরিকদের অন্য একাংশের দাবি, বিয়ে হওয়ার কারণে স্বাভাবিক ভাবেই আনন্দ প্রকাশ করেছেন ওই তরুণী। এর সঙ্গে পাত্রের চাকরির কোনও সম্পর্ক নেই।