ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
খরস্রোতা নদীতে নেমে র্যাফ্টিং করার শখ ছিল তরুণীর। অ্যাডভেঞ্চারের শখ পূরণ করতে র্যাফ্টিং বোটে চেপে বসেন তিনি। নৌকাকে নিজের স্রোতের সঙ্গে বইয়ে নিয়ে চলেছিল খরস্রোতা। অ্যাডভেঞ্চারের মাঝেই বিপদ হল তরুণীর। হঠাৎ কোথা থেকে তরুণীর মুখে লাফিয়ে পড়ল একটি মাছ। ভ্যাবাচ্যাকা খেয়ে হেসে ফেললেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্যস্মার্টলোকালমাই’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী ‘রিভার র্যাফ্টিং’ করছেন। ক্যামেরা চালু করে নিজেই ভিডিয়ো করছিলেন তিনি। ভিডিয়ো চলাকালীন হঠাৎ তাঁর মুখের উপর মাছ এসে পড়ল। আচমকা এমন হওয়ায় অবাক হয়ে হেসে ফেললেন তরুণী।
তার পর মাছটিকে জড়িয়ে ধরে নৌকাতেই বসে রইলেন তিনি। এই ঘটনাটি মালয়েশিয়ায় ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক সন্দেহ প্রকাশ করে লিখেছেন, ‘‘শুধুমাত্র ভিডিয়ো তৈরি করার জন্য তরুণী এমন কাণ্ড ঘটিয়েছেন। মাছটি জ্যান্ত নয়। জল থেকে মাছ লাফিয়ে পড়লে তা ছটফট করত। তরুণীর মুখে অন্য দিক থেকে তাঁর কোনও বন্ধু মৃত মাছ ছুড়ে ফেলেছেন।’’